নিউজশর্ট ডেস্কঃ বহু মানুষই নতুন বছরে নতুন কিছু করার চিন্তাভাবনা করে থাকেন। এক্ষেত্রে অনেকেই নতুন বছরে অর্থ বিনিয়োগ করতে চান। তবে এই অর্থ বিনিয়োগ যাতে সুরক্ষিত থাকে এবং মোটা রিটার্ন পাওয়া যায় সেদিকে নজর থাকে সকলের। আপনিও যদি নতুন বছরে বিনিয়োগ(Investment) করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটি দুর্দান্ত খবর।
আপনি পোস্ট অফিসের(Post Office) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। সম্প্রতি ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার বৃদ্ধি করা হয়েছে। এমনকি সরকারের এই যোজনায় ট্যাক্স সেভিংস ফিক্সড ডিপোজিটের থেকেও বেশি সুদ পাওয়া যাবে। শুধু তাই নয়, এছাড়াও এই যোজনাতে ট্যাক্স ছাড়ের সুবিধা ও পাওয়া যাবে।
চলুন তাহলে এই স্কিন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন পোস্ট অফিসের স্মল সেভিংস যোজনাতে অনেক বেশি সুদ দেওয়া হচ্ছে। এমনকি এই যোজনাতে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি ট্যাক্স ছাড়ের সুবিধা পেয়ে যাবেন। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের টাকা রাখলে মোটা টাকা রিটার্ন পেতে পারেন।
এই স্কিমে কত শতাংশ সুদ দিচ্ছে সরকার? কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট-এ বর্তমানে ৭.৭ % সুদ দিচ্ছে। এতে আপনি মাত্র ১০০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। তবে একটা জিনিস মনে রাখবেন এখানে ৫ বছরের লক-ইন পিরিয়ড রয়েছে। আপনার নিকটবর্তী যে কোন ডাকঘরে গিয়ে আপনি এই অ্যাকাউন্ট খুলতে পারেন।
আপনি এই স্কিমে ১০০০ টাকা বিনিয়োগ করলে ম্যাচুরিটির সময় পেয়ে যাবেন ১৪৪৯ টাকা। ধরুন কোন ব্যক্তি এই যোজনায় ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন তাহলে সেক্ষেত্রে বর্তমানে সুদের হিসাব ৭.৭ শতাংশ হিসাবে ম্যাচুরিটিতে তিনি পাবেন ৭,২৪,৫১৭ টাকা।