Business Idea

শুধু আপনার জন্যই আছে দুর্দান্ত সুযোগ, এই ব্যবসা করলে অল্প দিনেই হবেন লাখপতি!

নিউজশর্ট ডেস্কঃ শুধুমাত্র বেসরকারি চাকরি নয়, এখন সরকারি চাকরি নিয়েও সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক কথায় বলতে গেলে চাকরি করে অর্থ উপার্জন। আর সেই অর্থ দিয়ে সংসার চালানো সত্যিই দুষ্কর হয়ে উঠেছে। তাই বাড়তি আয়ের কথা ভাবছেন অনেকেই। আপনিও কি চাকরির পাশাপাশি বাড়তি আয়ের কথা ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য।

এখানে একটি ইউনিক বিজনেস আইডিয়া(Business Idea) সম্পর্কে আপনাদেরকে জানাবো। যেটি সঠিকভাবে যদি আপনি করতে পারেন তাহলে মোটা টাকা উপার্জন করতে পারবেন। আপনি পেঁয়াজ পেস্ট-এর ব্যবসা(Onion Paste Making Business) শুরু করে মোটা টাকা উপার্জন করতে পারেন। বর্তমান সময়ে অনেকেই সময়ের অভাবে কিংবা শারীরিক কসরতের অভাবে বাড়িতে পেঁয়াজ বাটা করতে পারেন না। সেক্ষেত্রে পেঁয়াজ পেস্ট-এর উপরে নির্ভর করেন তারা।

আর তাই এখন প্যাকেটজাত পেঁয়াজ পেস্ট-এর চাহিদা তুঙ্গে। আপনিও যদি কোন ব্যবসার পরিকল্পনা করে থাকেন তাহলে এই পেঁয়াজ পেস্ট-এর ব্যবসার কথা ভাবতে পারেন। এক রিপোর্ট বলছে যে, পেঁয়াজ পেস্ট-এর ব্যবসার জন্য প্রায় ৪ লক্ষ টাকা পুঁজি লাগতে পারে আপনার। কারণ এখানে কারখানা তৈরির জন্য একটি সেড বানাতে হবে যেটির পেছনে খরচ হবে ১ লক্ষ টাকা আর আপনার কাছে যদি বড় বিল্ডিং থাকে তাহলে এই শেড বানানোর খরচটা বেঁচে যাবে।

আরও পড়ুন: মাত্র ১২,৫০০ টাকা খরচ করলেই শুরু করতে পারবেন এই হিট ব্যবসা! মাসের শেষে হবে বাম্পার লাভ

এরপর পেস্ট তৈরি করার জন্য সমস্ত জিনিসপত্র যা কিনতে লাগবে সেগুলি হল- ফ্রাইয়িং প্যান, অটোক্লেভ স্টিম কুকার, স্টেরেলাইজেশন ট্যাঙ্ক, ছোট বাসন। এছাড়া নিজের ব্যবসা চালানোর জন্য প্রায় তিন লক্ষ টাকা মতো হাতে রাখতে হবে। এই টাকা আপনার কাঁচামাল কেনার জন্য প্যাকিং এবং ট্রান্সফারতেশনের জন্য লাগবে।

এই ব্যবসার শুরু করার সময় যে আপনার মোটা টাকা খরচ হবে এমনটাই নয়। আর আপনার যদি পুঁজির অভাব থাকে তাহলে সরকার মুদ্রা যোজনায় আপনাকে ব্যবসার জন্য লোনও দেবে। হিসেব বলছে যে এই পেঁয়াজ পেস্ট বিক্রি করে প্রত্যেক মাসে আপনি প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা মত ইনকাম করতে পারবেন।

Avatar

Papiya Paul

X