মাত্র ২০ হাজার টাকা ঢালুন এই ব্যবসায়, ফুলে ফেঁপে উঠবে আপনার মানিব্যাগ

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান যুগে যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে পরিবারের একজন সদস্য রোজগার(Income) করলে চালানো দুষ্কর হয়ে উঠছে সংসার। আর সে কারণেই বাড়তি ইনকামের খোঁজ করছেন সকলেই। অনেকেই এক্ষেত্রে বেছে নিচ্ছেন ব্যবসার (Business Idea) পথ। তবে সঠিক ব্যবসা বাছাই করতে না পারলে ক্ষতির সম্মুখীন হওয়ার ভয়টাও থেকে যায়।

তাই জেনে নিন খুব অল্প টাকা খরচ করে কিভাবে উপার্জন করতে পারবেন প্রচুর অর্থ। সুপারহিট এই ব্যবসার ধারণা আপনাকে দেবো আমরা। একদিকে যেমন খরচ কম হবে তেমনি লাভ হবে প্রচুর। মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা ব্যয়(Investment) করে শুরু করতে পারবেন এই ব্যবসা।

বাড়িতে হাত গুটিয়ে বসে না থেকে আজই শুরু করে দিন ‘কলার গুঁড়োর’ ব্যবসা। এই ব্যবসা খুব অল্প খরচে বিপুল টাকা আয় এনে দেবে আপনাকে। লাগবে মাত্র দুটি মেশিন। একটি ব্যানানা ড্রায়ার মেশিন এবং অন্যটি মিক্সচার মেশিন। অনলাইনে খুব সহজেই পেয়ে যাবেন এই মেশিন গুলি। কিনে নিতে পারবেন বাজার থেকেও।

কিভাবে বানাবেন কলার পাউডার

প্রথমেই খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে কলা। এরপর ছাড়াতে হবে খোসা। পাশাপাশি সাইট্রিক অ্যাসিড দ্রবণে পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে এই ফলটিকে। এরপর খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিতে হবে। প্রায় ২৪ ঘন্টার জন্য রোদে শোকাতে দিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন খুব বেশি শুকিয়ে না যায় কলার টুকরোগুলো। এরপর মিক্সচার গ্রাইন্ডার দিয়ে টুকরোগুলো পিষে নিতে হবে।

এই ব্যবসা করে খুব কম দিনের মধ্যেই আপনি হয়ে উঠতে পারেন কোটিপতি। প্রতিদিন যদি আপনি পাঁচ কেজি কলার গুঁড়ো তৈরি করেন তাহলেই আপনি দৈনিক রোজগার করতে পারবেন ৩৫০০ টাকা থেকে ৪৫০০ টাকা।

তবে জানেন কি কি কাজে লাগে?

জানা যাচ্ছে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে কলার গুঁড়ো। সাহায্য করে হজম শক্তিকে শক্তিশালী করে তোলার জন্য। এছাড়াও শিশুদের জন্য বিশেষ উপকারী এটি। অনেকেই আবার ত্বক উজ্জ্বল করতে ত্বকে ব্যবহার করেন কলার গুঁড়ো।

Papiya Paul

X