নিউজশর্ট ডেস্কঃ যেকোনো ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দিঘার(Digha) জনপ্রিয়তা বরাবরই বেশি। অল্প খরচের মধ্যে এবং কম সময়ে ঘুরতে যাওয়ার জন্য পারফেক্ট জায়গা এই সমুদ্র সৈকত। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ এখানে ভ্রমণ করতে আসেন। নিজের পরিবার হোক কিংবা মনের মানুষের সঙ্গে দীঘায় ঘুরতে যাওয়ার মজাই যেন আলাদা।
তবে এই দীঘাতে যাওয়ার জন্য অনেকেই যেমন ট্রেনে যেতে পছন্দ করেন। কেউ আবার বাসে করেই বেরিয়ে যান। আর যাদের দুই চাকা গাড়ি বা চার চাকা গাড়ি আছে তাদের তো কোন অসুবিধা নেই। তবে এখন যতদিন বাড়ছে দীঘায় পর্যটকের সংখ্যা তত বেশি হচ্ছে। আর কিছু কিছু সময় দীঘায় গিয়ে হোটেল পাওয়া মুশকিল হয়ে দাঁড়ায়।
বহু মানুষ লাক্সারিভাবে প্রচুর টাকা খরচ করে বিলাসবহুল হোটেলে থাকেন। আবার বহু মানুষ কম খরচে সস্তায় ৪০০ থেকে ৫০০ টাকার মধ্যে হোটেল খুঁজে থাকেন। আপনি যদি কম খরচে হোটেল খুঁজে থাকেন, তাহলে আপনার জন্য রয়েছে এক সুখবর। এবার মাত্র ৪০ টাকা খরচ করে হোটেলে থাকতে পারবেন আপনি। এই কথাটা শুনে নিশ্চয়ই চমকে গিয়েছেন। তবে এ কথাটি একদম সত্য।
আরও পড়ুন: Digha: বদলে গেল দীঘা-মন্দারমণির হোটেল বুকিং-এর নিয়ম! সঠিক তথ্য না জানলে পড়বেন ফ্যাসাদে
মাত্র ৪০ টাকা খরচ করে দীঘায় এবার থাকতে পারবেন আপনি। আর এই সুযোগ দিচ্ছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের তরফে বাংলার বেশ কিছু জায়গায় কম খরচে থাকার ব্যবস্থা করা হয়েছে। দিঘা, দার্জিলিং, বকখালিতে এই সংস্থার বেশ কিছু হলিডে হোম রয়েছে। যেখানে কর্মরত শ্রমিকরা খুব নামমাত্র খরচে থাকতে পারবেন।
নিউ দীঘার সায়েন্স মিউজিয়ামের বিপরীতে এই হলিডে হোমটি রয়েছে। এখানে আপনি দুই বেড, তিন বেড, ৪ বেডের রুম পেয়ে যাবেন। এখানে ঘর ভাড়া শুরু হচ্ছে মাত্র ৪০ টাকা থেকে। তাহলে আর দেরি না করে চটপট ব্যাগ পত্র গুছিয়ে বেরিয়ে পড়ুন দীঘার উদ্দেশ্যে। এই আরো বিস্তারিত জানার জন্য এই ওয়েবসাইট ভিজিট করুন https://wblwb.org/html/holiday_homes.php