Darjeeling

Darjeeling: মাত্র ৭৫০০ টাকায় বিন্দাস ঘুরুন দার্জিলিং, দুর্দান্ত ট্যুর প্যাকেজ NBSTC-র, থাকা-খাওয়া নো চিন্তা!

নিউজশর্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় এবং ব্যস্ততম পর্যটন কেন্দ্র হল দার্জিলিং(Darjeeling)। প্রায় সারা বছরই দার্জিলিঙে পর্যটকদের ভিড় থাকে। এখানে শুধুমাত্র পশ্চিমবাংলার লোক যে ঘুরতে(Travel) যান এমন নয়, দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা এখানে ঘুরতে আসেন। এক্ষেত্রে দার্জিলিঙে আসার জন্য সড়ক পথ ছাড়াও রেলপথে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আসতে হবে কিংবা বিমানবন্দরে বাগডোগরা থেকে আসতে হয়।

অনেক ক্ষেত্রেই এই গন্তব্য নিয়ে কিংবা হোটেল রিসোর্টে থাকা নিয়ে পর্যটকেরা নানা রকমের সমস্যার সম্মুখীন হয়। এর কারণ নিউ জলপাইগুড়ি অথবা বাগডোগরাতে নামার পর দার্জিলিং এনে পৌঁছানোর ক্ষেত্রে প্রাইভেট গাড়িগুলো অতিরিক্ত ভাড়া দাবি করে। তবে এবার পর্যটকদের সমস্যা সমাধানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম(NBSTC) নতুন প্যাকেজে এনেছে। যেই প্যাকেজের মাধ্যমে একেবারে সস্তায় পর্যটকেরা দার্জিলিং ট্যুর করতে পারবেন।

সবথেকে বড় কথা হল সরকারি এই ট্যুরে যে সমস্ত পর্যটকেরা ঘুরতে যাবেন। তারা শুধুমাত্র টাকা দিয়ে দিলেই হয়ে যাবে। বাকি সমস্ত কিছুর চিন্তাভাবনার দায়িত্ব নেবে NBSTC। এক্ষেত্রে জনপ্রতি সাড়ে সাত হাজার টাকার মধ্যেই থাকা খাওয়া সমস্ত কিছুর সুবিধা পাওয়া যাবে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে এর আগেও দার্জিলিংয়ের ট্যুর প্যাকেজ তৈরি করা হয়েছে। পরবর্তী যে দার্জিলিং ট্যুর রয়েছে সেটির দিনক্ষণ হলো ৩০ শে ডিসেম্বর।

আরও পড়ুন: Business Idea: নামমাত্র বিনিয়োগে শুরু করুন এই ইউনিক ব্যবসা, মাসে মাসে পকেটে ঢুকবে কাঁড়ি কাঁড়ি টাকা

এই প্যাকেজ থাকবে চারদিন এবং তিন রাতের। এই প্যাকেজের মধ্যে হোটেল বা রিসর্টে পৌঁছে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন দর্শনীয় জায়গায় ঘোরানো এবং থাকা খাওয়ার খরচ ধরা হয়েছে। চলুন তাহলে এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্যাকেজের প্রথম দিনে পর্যটকদের হোটেলে নিয়ে যাওয়ার পাশাপাশি দুপুর এবং রাতে খাবারের ব্যবস্থা রয়েছে। আর দ্বিতীয় দিন টিফিন থেকে শুরু করে দুপুরে এবং রাতের খাবারের ব্যবস্থা পাশাপাশি ভোর সাড়ে তিনটার সময় টাইগার হিল দেখতে নিয়ে যাওয়া হবে।

এর পাশাপাশি ওই দিন ঘুম মনাস্ট্রি, বাতাসিয়া লুপ, চিড়িয়াখানা, মিউজিয়াম, চা বাগানসহ বিভিন্ন দর্শনীয় জায়গা ঘুরে দেখানো হবে। আর তৃতীয় দিনের পর্যটকদের দার্জিলিংয়ের ম্যালে শপিং করার জন্য এবং ট্রয় ট্রেন ও জয়রাইড ইত্যাদির জন্য সময় দেওয়া হবে। তবে এক্ষেত্রে যা খরচ হবে সেগুলো সবটাই নিজেদের দিতে হবে। এরপরে ওইদিন পর্যটকদের টিফিন এবং ডিনারের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: Vi MiFi: পকেটে ভরে যেতে পারবেন এদিক-সেদিক, Vi নিয়ে এসেছে একদম কম দামের নতুন Wifi ডিভাইস

আর চতুর্থ দিন টিফিন করার পর হোটেল থেকে চেক আউট করা হবে এবং পর্যটকদের নিজেদের বাড়ি ফেরানোর জন্য স্টেশন  বা বিমানবন্দরের ছেড়ে দেওয়া হবে। আপনি যদি এই প্যাকেজটি বুক করতে চান তাহলে অফিশিয়াল ওয়েবসাইট https://nbstc.in/tourism/ এখানে যেতে হবে।

Papiya Paul

X