Golden Beach

Golden Beach: ২০ টাকা খরচে ঘুরে আসুন এই সমুদ্র সৈকতে, পুরো ভুলে যাবেন দীঘা-পুরীকে

নিউজশর্ট ডেস্কঃ বাঙালি বরাবরই ভ্রমণ প্রিয়। মাত্র দুই-এক দিনের ছুটি পেলে এদিক-সেদিক ঘুরতে বেরিয়ে পড়েন। আর অল্প ক’দিনের ছুটি যদি হাতে থাকে তাহলে সবথেকে কাছে এবং কম খরচার জায়গা হল দীঘা(Digha)। আর একটু বেশি বাজেট লাগে পুরী এবং দার্জিলিং-এর ক্ষেত্রে।

‘দিপুদা’ বরাবরই বাঙালির প্রিয় ভ্রমণ ডেস্টিনেশন। তবে একঘেয়ে এই দীঘা, পুরী কিংবা দার্জিলিং যেতে বোর হয়ে গিয়েছেন অনেকেই। তাই এবার একদম অল্প খরচের মধ্যে চলে যান এই নতুন সমুদ্র সৈকতে।  এখানে যা খরচ হবে তা আপনার বাজেটের মধ্যেই চলে আসবে। কিছু মানুষ যেমন পাহাড়ে যেতে খুব পছন্দ করে তেমনি বহু মানুষ আছেন যারা সমুদ্র দেখতে ভীষণ ভালোবাসেন।

আপনিও যদি এমন সমুদ্র প্রেমিক হয়ে থাকেন তাহলে এবার বড়দিনের ছুটিতে ঘুরে আসতে পারেন গোল্ডেন বিচ থেকে। এই নতুন বিচটি সম্পর্কে এখনো বহু মানুষ জানেন না। এখনো পর্যটকদের ভিড় অনেকটাই কম। অনেকে আবার এই জায়গাতে মিনি গোয়া বলে থাকেন। অনেকের কাছেই উড়িষ্যার সমুদ্র বলতে পুরী এবং গোপালপুর সৈকতের কথা মনে পড়ে। কিন্তু আপনি যদি একবার এই গোল্ডেন বিচে(Golden Beach) যান তাহলে সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন।

আরও পড়ুন: Ration Card: বিনামূল্যে রেশন পরিষেবা বন্ধ! এই উপভোক্তারা আর পাবেন না ফ্রিতে রেশন!

আর একবার এর সৌন্দর্য যখন দেখতে পাবেন বারেবারে এই জায়গায় যেতে চাইবেন। উড়িষ্যার এই সুন্দর গোল্ডেন বিচ ব্লু ফ্লাগ সার্টিফিকেশন পেয়েছে। এফইই ডেনমার্ক দেশের ৮টি সৈকতের মধ্যে গোল্ডেন বিচকে অন্তর্ভুক্ত করেছে। আর তাই ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেশন পেয়েছে। আর এই বিচটি ৮৭০ মিটার জুড়ে বিস্তৃত। ওড়িশা সরকার এই সমুদ্র সৈকতের ওপর এখনো পর্যবেক্ষণ চালাচ্ছে।

কিভাবে পৌছাবেন এখানে?
আপনি পুরীর বিখ্যাত স্বর্গদার থেকে টোটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এখানে। তবে এখানে কিন্তু আপনি বিনামূল্যে প্রবেশ করতে পারবেন না। এই সুন্দর বিচে প্রবেশ করতে হলে আপনাকে কুড়ি টাকা প্রবেশ মূল্য দিতে হবে। আর এখানে গেলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য থেকে এতটাই মুগ্ধ হয়ে যাবেন যে বারে বারে এখানেই যেতে চাইবে।

Avatar

Papiya Paul

X