Papiya Paul

দার্জিলিং তো অনেক ঘুরলেন, এবার অল্প খরচে ঘুরে আসুন এই হিল স্টেশন! হারিয়ে যাবেন রূপে

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির মরশুম চলছে তাপমাত্রা তুলনামূলকভাবে অনেকটাই কম। আর তাই মনোরম পরিবেশে ঘুরতে যেতে চান রাজ্যবাসী। শহরের প্রতিদিনের কোলাহল থেকে বেরিয়ে একেবারে নিঃসঙ্গ, নির্জন পরিবেশে সময় কাটাতে চাইছেন। আজকে সেরকমই এক মনোরম পরিবেশ সম্পর্কে জানাতে চলেছি আমরা।

   

এখন পাহাড় বলতে শুধুমাত্র দার্জিলিং(Darjeeling) নয়, দার্জিলিং এর আশেপাশে ছড়িয়ে থাকা বিভিন্ন অফবিট গন্তব্যস্থলেও পৌঁছে যান পর্যটকেরা। এইসব স্থানেও ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়ছে। আজকে সেরকমই একটি অফবিট(Offbeat Destination) সন্ধান নিয়ে চলে এসেছি আমরা। এই জায়গাটির নাম ছোটা মাঙ্গোয়া (Chota Mangwa)। একেবারেই আনকোরা জায়গা এটি। মাঙ্গয়া পাহাড়ের চূড়ায় এই ছোট্ট গ্রামটি অবস্থিত হলেই এখানকার নাম এটি।

এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হল নির্জনতা। এই অঞ্চলের জনপ্রিয়তা নেই বলেই নিরিবিলি পরিবেশ উপভোগ করা যায়। এখানে আপনি গেলে চা বাগান, কাঞ্চনজঙ্ঘা, কমলালেবুর বাগান, পাহাড়ি নদী, ফুলে ঢাকা রাস্তা, পাইনবন সমস্ত কিছুই দেখতে পাবেন। এখানে অসাধারণ কমলালেবু খেতে চাইলে আপনাকে অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে যেতে হবে। আপনি যদি এখন যেতে চান তাহলেও কোনো অসুবিধা নেই। তবে এখন গেলে আর লেবু খেতে পারবেন না। এখানে ক্যাম্পিংয়ের সুবিধা রয়েছে। মাত্র ১২০০-১৫০০ টাকা দিলেই আপনি দুর্দান্ত টেন্টে থেকে যেতে পারবেন।

আপনি কিভাবে যাবেন এই সুন্দর জায়গা? আপনাকে ট্রেনে করে এনজিপি নামতে হবে। এনজিপি থেকে সরাসরি গাড়ি ভাড়া করে আপনি চলে যেতে পারেন। মাত্র ৭৫ কিমি দূরত্বে পৌঁছে গেলেই আপনি প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণত্ব চাক্ষুষ করার সুযোগ পাবেন।