নিউজশর্ট ডেস্কঃ সাধারণ মানুষের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের প্রকল্প(Scheme) চালু করা হয়। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্যই থাকে সাধারণ মানুষকে সব রকমের সুযোগ সুবিধা দেওয়া। কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে প্রত্যেকটি রাজ্যের সরকার এই প্রকল্প গুলো মেনে চলতে বাধ্য হয়। এমনই এক নতুন প্রকল্পের কথা আপনাদেরকে জানাবো।
যেখানে প্রতি মাসে বিনামূল্যে অন্নপূর্ণা ফুড স্কিম শুরু করা হয়েছে। গত ১৫ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হয়েছে। ইতিমধ্যেই ১.৪ কোটিরও বেশি পরিবারকে এই প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করেছে রাজস্থান সরকার(Rajsthan Government)।
রাজস্থান সরকারের মুখ্যমন্ত্রী যা জানিয়েছেন: রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানিয়েছেন যে রাজ্যে বিনামূল্যে অন্নপূর্ণা খাদ্য প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পটির মাধ্যমে ১.০৪ কোটিরও বেশি পরিবার উপকৃত হবে। পাশাপাশি প্রতি মাসে রাজ্যবাসীকে বিনামূল্যে অন্নপূর্ণা কিট দেওয়া হবে। নিম্নবিত্তদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
কি কি থাকবে এই প্যাকেটে? মুখ্যমন্ত্রী জয়পুরের বিড়লা অডিটোরিয়ামে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের নিম্নবিত্ত পরিবারগুলোকে খাবারের প্যাকেট বিতরণ করেছেন। এই প্যাকেটের মধ্যে রয়েছে এক কেজি ছোলার ডাল সহ চিনি, আয়োডিনযুক্ত লবণ, ১০০ গ্রাম করে লঙ্কাগুঁড়ো ও ধনে গুঁড়ো, এবং ৫০ গ্রাম হলুদ। এক লিটার পরিশোধিত সয়াবিন ভোজ্য তেল ও সঙ্গে রয়েছে।
শুধু তাই নয়, পাশাপাশি রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির বিষয়ক রাজস্থানের মুখ্যমন্ত্রী কেন্দ্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে বারবার রেশন এর বন্টন ছয় মাস বাড়ানোর পরিবর্তে নিয়মিতভাবে সেটি কার্যকর করা উচিত। এই নতুন স্কিমে প্যাকেট বিতরণকারী রেশন ডিলারদের কমিশন প্রতি প্যাকেট ৪ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।