Papiya Paul

ভুলে যান দীঘা-পুরী, হাতে পয়সা কম থাকলেও ঘুরে আসতে পারবেন এই অজানা সমুদ্র সৈকত থেকে

নিউজশর্ট ডেস্কঃ You Can Travel This Offbeat Sea-Beach Called Tarkarli Beach: এখন প্রায় প্রত্যেকদিনই কমবেশি বৃষ্টি হচ্ছে। আর এই বর্ষার মরশুম সত্যিই উপভোগ করার মত। তাই এই মরশুমে আপনার মনটা কি ঘুরতে যাওয়ার জন্য বায়না করছে! কিন্তু ওই একঘেয়ে জায়গায় আর যাওয়ার ইচ্ছে নেই। তাই আজকের এই প্রতিবেদনে আপনার জন্য রইল এক অজানা অচেনা জায়গার খোঁজ।

   

জায়গাটির পরিচয়: যেখানে আপনি অল্প বাজেটের মধ্যে থেকেও সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। এই প্রতিবেদনে মহারাষ্ট্রের(Maharastra) তারকারলি সমুদ্র সৈকতে(Tarkarli Sea Beach) নিয়ে আলোচনা করব। যেখানে একবার ঘুরতে গেলে বারবার যেতে চাইবেন আপনি। প্রাকৃতিক সৌন্দর্য এতই মনোরম যে আপনার মালদ্বীপ কিংবা গোয়ার ফিলিংস মনে আসবে।

এটি মুম্বাই থেকে ৪৯৩ কিলোমিটার দূরে রয়েছে এই সমুদ্র সৈকত। আপনি এখানে স্কুবা ড্রাইভিং-এর আনন্দ নিতে পারবেন। এখানে সমুদ্র সৈকত বেশ স্বচ্ছ ও পরিষ্কার। মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলায় এই সমুদ্র সৈকত অবস্থিত। এই অঞ্চলকে কোঙ্কন অঞ্চলের রানী ও বলা হয়। আপনি চাইলে হাউজবোর্ড করেও ঘুরতে পারবেন।

যেটা আপনাকে কাশ্মীর এবং কেরালার সৌন্দর্যের ফিলিংস দেবে।অনেকেই এই সমুদ্র সৈকতের কথা সেভাবে জানেন না। আপনার যদি সদ্য বিয়ে হয়ে থাকে তাহলে নিজের স্ত্রীকে ইমপ্রেস করার জন্য এর থেকে ভালো জায়গা আর হবে না। এখানে থাকার জন্য ভালো ভালো হোটেল এবং রিসোর্ট রয়েছে।

উন্নত মানের খাবারের ব্যবস্থাও আছে। এছাড়া সি-ফুড তো খেতেও পারবেন। তাই অল্প বাজেটের মধ্যে অনায়াসে এই জায়গা থেকে ঘুরে আসতে পারবেন আপনি। তাই এবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন এই মনোরম পরিবেশের উদ্দেশ্যে। ফিরতে মন চাইবে না আর।