Picnic Spot

Picnic Spot: নবাবি ইতিহাস সঙ্গে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, ঘুরে আসুন কলকাতার কাছের এই পিকনিক স্পটে

নিউজশর্ট ডেস্কঃ বছর শেষে এখন ঘুরতে যাওয়ার জন্য জোরকদমে প্রস্তুতি রয়েছে পর্যটকদের মধ্যে। কেউ কেউ যেমন ইতিমধ্যে ঘুরতে বেরিয়ে পড়েছেন। কেউ আবার ব্যাগপত্র গুছিয়ে ঘুরতে যাওয়ার জন্য প্ল্যানিং করছেন। অনেকেই আছেন যারা বাইরে ঘুরতে না গিয়ে এই সময়টা কাছাকাছি কোথাও পিকনিক করতে বেশি পছন্দ করেন। আজকের এই প্রতিবেদন হল সেই সমস্ত পিকনিক প্রেমিক মানুষের জন্য।

আপনি যদি একটি সুন্দর এবং অন্যরকম পিকনিক স্পটের(Picnic Spot) খোঁজ করে থাকেন তাহলে চলে যেতে পারেন ফলতা পিকনিক স্পটে(Falta Picnic Spot)। এখানে রয়েছে হুগলি নদীর বিস্তর খোলা চর। যেখানে নদীর ধারে বসে আপনি বহুক্ষণ সময় কাটাতে পারবেন। এই গঙ্গাতীরে গেলে আপনি ঐতিহাসিক নিদর্শন পাওয়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যাবেন। ব্রিটিশ সাম্রাজ্য, নবাবী ইতিহাস, ডাচ কলোনির মতো নানা রকমের কাহিনী এই এলাকাকে ঘিরে রয়েছে।

যা একদিকে আপনাকে বিশেষভাবে আকর্ষণ করবে। এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখার জন্য পর্যটকেরা ভিড় করে থাকে। নিজের পরিবার-পরিজনকে দিয়ে সামনের উইকেন্ডে নির্জন নিরিবিলিতে সময় কাটাতে চাইলে চলে যেতে পারেন এখানে। এছাড়া এখান থেকে ঘুরে আসতে পারেন পুরনো বন্দর, বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসের বাড়ি, রায়চক ফোর্ট, ডাচ কলোনি ছাড়া আরো জায়গা।

আরও পড়ুন: Murshidabad: ইতিহাস-প্রকৃতির মেলবন্ধন, বড়দিনের ছুটিতে বেড়িয়ে আসুন মুর্শিদাবাদের এই রাজবাড়ী থেকে

সত্যি কথা বলতে এই সমস্ত জায়গায় একবার ঘুরতে গেলে আপনার বারবার ঘুরতে যাবার জন্য মন চাইবে। তাহলে আর দেরি না করে বছর শেষের পিকনিক করতে যাওয়ার জন্য এই ফলতা পিকনিক স্পট বেছে দিতে পারেন।


কিভাবে যাবেন?এখানে যাওয়ার জন্য ট্রেনে করে প্রথমে আপনাকে ডায়মন্ডহারবার স্টেশনে নেবে যেকোনো গাড়ি করে এই ফলতা পিকনিক স্পটে পৌঁছতে হবে। কলকাতা থেকে অনেকেই নিজস্ব গাড়িতে এখানে যান। এক্ষেত্রে কলকাতা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরেই রয়েছে ফলতা।

Avatar

Papiya Paul

X