নিউজশর্ট ডেস্কঃ প্রতিদিনের রুটি রুজির পাশাপাশির টাকা সঞ্চয় (Savings) করতে সকলেই চান। বছরের শেষে সঞ্চয় খাতে প্রচুর প্রচুর টাকা থাকুন, সেটা সকলেই চান। তবে সেই ইচ্ছাটা যেন বাস্তবের মাটিতে পড়লেই ভেঙে টুকরো হয়ে যায়। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে সঞ্চয় করতে গেলেই যেন হিমশিম খান সাধারন মানুষ। তবে আর চিন্তা নেই, এবার এরই সমাধান সূত্র দিল ভারত সরকার (Indian Government)।
নিজের ভবিষ্যতের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য বহু মানুষ নির্দিষ্ট আর্থিক বিনিয়োগ প্রকল্প বেছে নিতে চান। বর্তমানে আর্থিক বিনিয়োগ করার জন্য বেশ কিছু লাভজনক প্রকল্প রয়েছে। তার মধ্যে আবার এমন অনেক প্রকল্প আছে যেগুলিতে টাকা বিনিয়োগ করলে বিনিয়োগকারী দ্বিগুণ অথবা তিনগুণ রিটার্ন হিসাবে পেতে পারেন। আজকের প্রতিবেদনে সেই তিন স্কিমের বিষয়ে বিশদে তুলে ধরবো।
SIP তে বিনিয়োগ করলে পাবেন দুর্দান্ত রিটার্ন
যে সকল বিনিয়োগকারী আর্থিক বিনিয়োগের অপশন হিসেবে মিউচুয়াল ফান্ডকে (Mutual Fund) বেছে নিতে চান তারা SIP এর মাধ্যমে বিনিয়োগ শুরু করতে পারেন। এসআইপিতে সাধারণত কিস্তির মাধ্যমে বিনিয়োগ করা যায়। দীর্ঘমেয়াদী এসআইপি গুলির ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কারণ এসআইপিতে বিনিয়োগের মেয়াদ অনেক বেশি হলে চক্রবৃদ্ধি বা কমপাউন্ডিংয়ের সুবিধা পাওয়া যায় অনেক বেশি।
যদিও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার বিষয়টি কিছুটা ঝুঁকি সাপেক্ষ। যারা এই ঝুঁকি এড়িয়ে যেতে চান তারা দীর্ঘমেয়াদী এসআইপির বদলে স্বল্পমেয়াদ এর SIP গুলিও বেছে নিতে পারেন। এসআইপি-তে বার্ষিক রিটার্ন এর পরিমাণ থেকে অনুমানিক ১২ শতাংশ পর্যন্ত। তবে শেয়ার বাজারের স্টক গুলি ওঠা নামার ভিত্তিতে কখনও কখনও এই পরিমাণটি বৃদ্ধি পেতে পারে। সেই সময় রিটার্নের পরিমাণ ১৪ এবং ১৫ শতাংশ পর্যন্ত হয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ ভারতের রেগুলেটর বোর্ড SEBI দ্বারা নিয়ন্ত্রিত। তাই এখানে যদি আপনি টাকা বিনিয়োগ করেন এই আপনার টাকা মেন নিয়ে কোন কোম্পানি উধাও হয়ে যাবে এরকম ভয় নেই। কারণ এটি ভারত সরকার দ্বারা রেগুলেট করা হয়।
আরও পড়ুনঃ টাকার দরকারে নো চিন্তা! ৫০,০০০ টাকার লোন দিচ্ছে সরকার, এভাবে করুন আবেদন
PPF থেকেও পেতে পারেন দুর্দান্ত রিটার্ন
ভারতের বিনিয়োগকারীদের জন্য এই স্কিমটি অত্যন্ত জনপ্রিয়।।যে কোনো ভারতীয় নাগরিক পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এটি আয়কর সাশ্রয় করতে বিশেষ ভাবে সহায়ক। এছাড়াও ভারতের বিনিয়োগকারীদের কাছে এটি বিনিয়োগের একটি পুরানো এবং নিরাপদ মাধ্যম। বিনিয়োগকারীরা পিপিএফ-এ দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা লাভ করেন।
বর্তমানে পিপিএফ-এ স্কিমে সুদ পাওয়া যাচ্ছে ৭.১ শতাংশ পর্যন্ত। এই স্কিমে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগকারী চাইলে পরবর্তী ৫-৫ বছরের ব্লকে এটি বাড়িয়ে আরো বেশিদিন নিজের বিনিয়োগ চালিয়ে যেতে পারেন। কোন বিনিয়োগকারী যদি এই স্কিমে বার্ষিক ১.৫ লক্ষ টাকা জমা করেন এবং এই স্কিমটি ২৫ বছরের জন্য চালিয়ে যান তবে মেয়াদ শেষে তিনি কোটি টাকা লাভ করতে পারেন।
অবসরে EPF এও পাবেন দুর্দান্ত রিটার্ন
বার্ধক্য জীবনকে সুরক্ষিত করতে এই অবসর পরিকল্পনাটি নিশ্চিত আয়ের সুবিধা দেয়। এতেও চক্রবৃদ্ধি হারে সুদের সুবিধা পান গ্রাহকরা। বর্তমানে পিএফ স্কিমে সুদ মিলবে ৮.২৫%। কোন কর্মী তার মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার মাত্র ১২ শতাংশ জমা রাখতে পারেন এই স্কিমে।
ইপিএফও বিনিয়োগকারীরা আবার ভিপিএফ-এর বিকল্পও বেছে নিতে পারেন। চাকরিজীবীরা তাদের মূল বেতন এবং মহার্ঘ্য ভাতার ১০০ শতাংশ পর্যন্ত ভিপিএফ-এ বিনিয়োগ করতে পারেন। এই বিনিয়োগের ক্ষেত্রে ৮.২৫% সুদ পাওয়া যায়।