বলিউড (Bollywood) মানেই সেখানে আলোর ছটা। টিনসেল নগরীর বাসিন্দাদের যশ খ্যাতিও নজরকাড়া। অনুরাগীরা বলিউড সিলেবাসের সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে মরিয়া হয়ে ওঠেন। তবে জানেন কি, এই জগতে একজন সাধারণ মানুষ থেকে তারকা এবং তারকা থেকে সাধারণ মানুষ হতে খুব বেশি সময় লাগেনা। এরকমই কিছু তারকার কথা বলব যারা আলোর রোশনাইয়ের আড়ালে হারিয়ে গিয়েছেন।
পারভিন ববি (Perveen Babi) : আশির দশকে যে কয়জন অভিনেত্রী পর্দায় আগুন ধরিয়েছেন তাদের মধ্যে একজন হলেন পারভিন ববি। তবে স্কিৎজোফ্রেনিয়া নামক এক মানসিক রোগের শিকার ছিলেন তিনি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, শেষ জীবনে বড্ড একা হয়ে গেছিলেন তিনি। এমনকি এটাও শোনা যায়, একটি ফ্ল্যাটে দুইদিন যাবৎ তার মৃতদেহ পড়ে ছিল।
রাজ কিরণ (Raj Kiran) : রাজ কিরণও বলিউডের জনপ্রিয় নাম। হঠাৎ করেই একদিন অভিনয় জগত থেকে তিনি উধাও হয়ে যান। গোটা মুম্বাই চষে ফেললেও তার লাশ পাওয়া যায়নি। এরপর তার মেয়ের দায়িত্ব নেন ঋষি কাপুর। এরপর দীর্ঘদিন পর তাকে নিউইয়র্কে খুঁজে পাওয়া যায়।
মিনা কুমারী (Meena Kumari) : ৭০ এর দশকে মিনা কুমারীকে বলা হত বলিউডের ট্রাজেডি কুইন। পরিচালক কামাল আমরোহীকে বিয়ের পর সাংসারিক অশান্তির জেরে মদ্যপান শুরু করেন। আর এই মদই তার প্রাণ কেড়ে নেয়।
ভারত ভূষণ (Bharat Bhushan) : বলিউডের আরেক খ্যাতনামা নাম হল ভারত ভূষণ। তবে একটা সময় পর সেরকম কাজ পেতেননা তিনি। ফলে মানসিক অবসাদ তাকে গিলে নেয়। এরপর ১৯৯৩ সালে একটি ফ্ল্যাট থেকে তার ডেডবডি উদ্ধার করা হয়।