লাগবে না ভিসা-পাসপোর্ট, নারীদের সম্মান সবার আগে, এই প্রতিবেশী দেশের নিয়ম জানলে গর্বিত হবেন

নিউজশর্ট ডেস্কঃ ভারতবর্ষের (India) প্রতিবেশী এমনই এক দেশ রয়েছে যেখানে প্রবেশে প্রয়োজন নেই পাসপোর্ট কিংবা ভিসার। তবে সৌন্দর্যের বৈচিত্র্যে পরিপূর্ণ বিশ্বের পশ্চিম প্রান্তের দেশ গুলির মধ্যে একেবারেই ব্যতিক্রমী এবং উন্নত দেশ ভুটান (Bhutan)। যেখানে রয়েছে আজব কিছু নিয়ম-কানুন। তবে উন্নয়নের দিকে নজর কাড়তে সর্বেসর্বা হয়ে উঠেছে পড়শী দেশ। দেশে কুপ্রভাব আটকাতে একসময় দীর্ঘদিন ধরে বন্ধ করে রাখা হয়েছিল ইন্টারনেট পরিষেবা এবং টিভি পরিষেবা।

এখানে নেই কোন গরিব মানুষ, মাথার নিচে ছাদ নেই এমন মানুষের সংখ্যা শূন্য। যার কারণে একেবারেই সুখে স্বাচ্ছন্দে জীবন যাপন করেন এই দেশের মানুষ। চিকিৎসা পরিষেবার দিকে তাকালেই বোঝা যায় দেশের উন্নতির মান। বিনা খরচেই মেলে সুচিকিৎসা এবং ঔষধ। রাজপ্রথা পরিচালিত এই দেশে কেউ ঘর-হীন অবস্থায় থাকলে তাকে ঘর করার জন্য জায়গা এবং চাষাবাদ করার জন্য জায়গা দিয়ে থাকেন রাজারা।

মাতৃতান্ত্রিক ভুটানে বিশ্বের অন্যান্য দেশগুলির তুলনায় সর্বোচ্চ সম্মান পেয়ে থাকেন নারীরা। এমনকি উত্তরাধিকারী সূত্রে সম্পত্তির মালিক হন সেই বাড়ির বড় মেয়ে। যদিও তাদের জন্য রয়েছে কিছু সীমাবদ্ধ নিয়ম। এই দেশের কোন বাসিন্দা যদি বিদেশীকে বিয়ে করেন তাহলে হারাতে হয় দেশে থাকার অধিকার। রাজা থাকলেও রয়েছে গণতন্ত্র। এই দুইয়ের সমন্বয়ে শাসিত হয় পড়শী দেশ ভুটান।

এই দেশের প্রায় মানুষ বৌদ্ধ ধর্ম প্রাণ। সেখানকার প্রধান খাবার ভাত হলেও লাল চালের ভাত খান দেশের সাধারণ নাগরিকরা। এছাড়াও এই দেশের সঙ্গে রয়েছে ভারতের নিরাপত্তা নিয়ে বিশেষ চুক্তি। কেউ আক্রমণ করলে তা ভারতবর্ষকে আক্রমণ করা হয়েছে বলে মনে করা হয়। ভারতীয় সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকায় ভুটানের সেনাবাহিনী রয়েছে খুব অল্প সংখ্যক। এখনও এই দেশে কোন পর্যটক এলে তার ওপর করা নজর রাখেন দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা।

দেশের সৌন্দর্য্য বজায় রাখতে বাতিল করে দেওয়া হয়েছে প্লাস্টিকের ব্যবহার। তামাকেও রয়েছে নিষেধাজ্ঞা। বনভূমিকে বিশেষ গুরুত্ব দিয়ে সৌন্দর্যের চাদরের মুড়ে ফেলা হয়েছে এই দেশকে। দেশের মানুষের অন্যতম ঐতিহ্য দেখা যায় তাদের পোশাকে। যেখানে হাটু পর্যন্ত ভারী পোশাক পড়তে দেখা যায় পুরুষদের কিন্তু লম্বা পোশাক পড়তে হয় মহিলাদের। কাঁধে দোপাট্টার রঙ দেখে বোঝা যায় কোন ব্যক্তির অবস্থান। এই দেশের বাসিন্দারা ব্যবহার করেন হলুদ এবং সাদা দুই রঙের দোপাট্টা।

Papiya Paul

X