নিউজশর্ট ডেস্কঃ বাঙালি ঘরে মা-মাসিদের কাছে বিনোদন হল সিরিয়াল (Bengali Serial)। বেশিরভাগ ক্ষেত্রে জি বাংলার (Zee Bangla) সিরিয়াল দেখতেই বেশি পছন্দ করেন অনেকে। এই পরিস্থিতিতে দর্শকদের ধরে রাখতে পুবের ময়না, মালা বদল ধারাবাহিকের পর জি বাংলায় শুরু হতে চলেছে আরও দুই ধারাবাহিক। নতুন মুখ নিয়ে শুরু হওয়া এই দুই ধারাবাহিকের ইতিমধ্যেই প্রোমো সামনে এসেছে।
সম্প্রতি TRP তালিকায় সেভাবে ভালো ফল না করতে পারার কারণ, বন্ধ হচ্ছে একাধিক সিরিয়াল। সদ্য বন্ধ হয়েছে জি বাংলার ‘অষ্টমী’ ধারাবাহিকটিও। এর মাঝে বেশিরভাগ মেগা সিরিয়াল এক বছরের গণ্ডিও পার করতে পারছে না। এই আবহে জি বাংলায় সম্প্রচারিত হবে দুই ধারাবাহিক ‘বিধিলিপি’ ও ‘ভালোবাসার লুকোচুরি’।
‘বিধিলিপি’ সিরিয়ালের গল্প
এই গল্পে দেখা যাবে আয়না, যার জন্ম ও বেড়ে ওঠা বিদেশে, সে তার মাসি জানকির সঙ্গে থাকতে দেশে আসে। তবে জানকী রক্ষণশীল পরিবারের মানুষ। আয়নার শহুরে, পাশ্চাত্যের ছোঁয়া লাগা জীবনধারাকে অনুমোদন করে না।
View this post on Instagram
এই ধারাবাহিকের প্রোমোতে দেখা যাচ্ছে, আয়নার মা তার দিদি জানকীকে আয়নার জীবন ধারা সম্পর্কে জানাছে। সেই সঙ্গে আয়নাকে শহুরে জীবন যাত্রা থেকে জীবনের সঠিক মন্ত্র দেওয়া আবেদনও করেছেন আয়নার মা। ২২ জুলাই, সোমবার দুপুর ৩টে থেকে সম্প্রচারিত হচ্ছে এই ‘বিধিলিপি’ ধারাবাহিকটি।
আরও পড়ুনঃ ৪০ পেরিয়ে ঘুচলো আইবুড়ো নাম? বিয়ের পিঁড়িতে শুভাশিস-মনামী! ‘সুখবর’ দিলেন অভিনেত্রী
‘ভালোবাসার লুকোচুরি’ সিরিয়ালের গল্প
এই ধারাবাহিকটি রাঘব ও রাধিকার গল্প যাঁরা একদিন ছোট শহর থেকে বড় শহরে চলে যায়। রাধিকার বদ্ধমূল ধারণা যে তার স্বামী তাকে ঠকাবে না। এরপর সে যখন জানতে পারে, সোনিয়ার সঙ্গে রাঘবের সম্পর্ক রয়েছে, তখন সে ধাক্কা খায়।
View this post on Instagram
ভাগ্যের নিদারুণ পরিহাসে রাধিকা তার স্বামীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আবার সোনিয়ার সঙ্গেই যোগ দেয়। এখন কোন পথে এগোবে রাঘব-রাধিকা ও সোনিয়ার জীবন? তা উঠে আসবে এই ধারাবাহিকের মাধ্যমে। এই ধারাবাহিকটিও ২২ জুলাই, সোমবার দুপুর সাড়ে ৩টে থেকে সম্প্রচারিত হচ্ছে।
প্রসঙ্গত, এই দুটো সিরিয়ালই আসলে পুরনো, আদপে এগুলি হিন্দি ধারাবাহিক। সেগুলিই বাংলায় ডাব করা হয়েছে। তবে স্টার জলসার সাথে প্রতিযোগিতার ময়দান ধরে রাখতে একাধিক নতুন ধারাবাহিক শুরু হয়েছে জিবাংলায়। কিন্তু টিআরপি না আসায় এক বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ হয়ে গেছে একাধিক সিরিয়াল। এই অবস্থায় দুপুরের স্লটে একাধিক ডাবিং সিরিয়াল নিয়ে আসছে চ্যানেল।