Zee Bangla Adrit Roy Upcoming Serial Mittir Bari Time Slot announced

‘মিত্তির বাড়ি’কে জায়গা দিতে শেষ হচ্ছে জনপ্রিয় মেগা! প্রকাশ্যে আদৃতের সিরিয়ালের টাইমস্লট

পার্থ মান্নাঃ বাঙালি দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ছোটপর্দায় কামব্যাক করছেন মিঠাই খ্যাত আদৃত রায়। বেশ কিছুদিন আগেই নতুন মেগা ‘মিত্তির বাড়ি’র প্রোমো শেয়ার করা হয়েছিল চ্যানেলের পক্ষ থেকে। তবে সম্প্রচারের দিনক্ষণ বা টাইমস্লট জানায় হয়নি। তাই কোন সিরিয়ালের বদলে আসবে ‘মিত্তির বাড়ি’ তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন দর্শকেরা। এবার জানা গেল কবে থেকে ও কটার স্লটে দেখা যাবে আদৃতের নতুন মেগা।

জি বাংলায় আসছে দুই নতুন সিরিয়াল

জি বাংলার পর্দায় ব্যাক টু ব্যাক দুটো নতুন সিরিয়াল আসছে। যার মধ্যে একটি হল ‘মিত্তির বাড়ি’ আরেকটি হল ‘পরিণীতা’। জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধুর টাইমস্লটে আসছে পরিণীতা। আর সৃজন-পর্ণ জুটির সম্প্রচারের সময় বদলে হচ্ছে সন্ধ্যে ৬ টা। তাই মিত্তির বাড়ির জন্য কার ঘাড়ে কোপ পড়বে সেটা জানার জন্য উৎসুক হয়ে পড়েছিলেন দর্শকেরা।

কোন স্লটে আসছে ‘মিত্তির বাড়ি’?

সূত্রমতে, ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ সিরিয়ালের বদলে আসবে আদৃত ও পারিজাত অভিনীত মিত্তির বাড়ি। তবে পুরোনো মেগার স্লট বদল নয় বরং গল্পে ইতি ঘটছে। হ্যাঁ ঠিকই দেখছেন। আগামী ১৪ই নভেম্বরই নাকি শেষ শুটিং হবে ডায়মন্ড দিদি জিন্দাবাদের। মূলত টিআরপি তালিকায় সেভাবে ফল করতে না পারার কারণেই মেগাটি শেষ করে দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।

তাহলে কবে থেকে সম্প্রচার শুরু মিত্তির বাড়ির? এর অফিসিয়াল ঘোষণা না পেলেও সম্ভাব্য তারিখ জানা গিয়েছে। খুব সম্ভবত ২৫শে নভেম্বর থেকেই শুরু হবে মিত্তির বাড়ি। তবে এখনও জি বাংলার তরফ থেকে কোনো ঘোষণা আসেনি। আশা করা হচ্ছে শীঘ্রই সেটা জানানো হবে।

প্রসঙ্গত, আদৃত রায়ের বিপরীতে মিত্তির বাড়িতে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেত্রী পারিজাত চৌধুরীকে। গল্পে দুজনের নাম হয়েছে ধ্রুব-জোনাকি। জয়েন্ট ফ্যামিলির কাহিনী নিয়েই তৈরী হচ্ছে গল্পের প্রেক্ষাপট। প্রোমো প্রকাশ্যে আসার পরেই আদৃতের মুখে ‘যাই হয়ে যাক না কেন, শিরদাঁড়া সবসময় সোজা রাখতে হয়’ ডায়লগটি বেশ ফেমাস হয়েছে। এখন অপেক্ষা ধারাবাহিকের সম্প্রচার শুরু হওয়ার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

Partha Sarathi Manna is a Science graduate from the University of Calcutta with an advanced multimedia degree from Ramakrishna Mission. He has over four years of journalism experience, specializing in entertainment, lifestyle, technology, and travel. In his free time, he enjoys watching movies and web series and exploring new places. Contact: [email protected].

X