Papiya Paul

এবারেও বিয়ে হল না! নীলের সঙ্গে বিয়ের মন্ডপে পুলিশের কবলে পড়বে ময়ূরী! ফাঁস ধামাকাদার আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ Zee Bangla’s Icche Putul Serial Has Big Twist:  টিআরপি(TRP) তালিকায় সেভাবে ধামাকা না করলেও জি বাংলার(Zee Bangla) অন্যতম চর্চিত একটি সিরিয়াল হল ‘ইচ্ছে পুতুল'(Icche Putul)। এই ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই বোনের একজন পুরুষ মানুষকে নিয়ে টানাটানি দেখতে বেশ ভালোইবাসেন দর্শকেরা। যদিও বারংবার ময়ূরী যেভাবে মেঘের সঙ্গে খারাপ ব্যবহার করছে, নিত্যনতুন কুমতলব আঁটছে তা দেখে ভীষণ ক্ষুব্ধ  দর্শকরা।

   

যদিও ধীরে ধীরে মেঘ অনেকটাই প্রতিবাদী হয়ে উঠেছে। কিন্তু তবু কিছুতেই ময়ূরীর শয়তানি বন্ধ করা যাচ্ছে না। নীলের সঙ্গে সংসার করার জন্য মেঘকে  বারংবার অপমানিত করতে বাধ্য করছে। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা জানেন এই মুহূর্তে গানের প্রতিযোগিতায় সেরার শিরোপা জিতেছে মেঘ।

আর তাই সময় নষ্ট না করে নীলের বাড়িতে গিয়ে হাজির হয়েছে ময়ূরী। এইবারও নীলের মা, মীনাক্ষী দেবীকে শরীর অসুস্থতার নাটক দেখিয়ে নিজের দলে টেনে নিয়েছে সে। ওদিকে বোকা নীল বারংবার নিজের স্ত্রী মেঘকে অবিশ্বাস করে ময়ূরীকে অন্ধের মত বিশ্বাস করে চলেছে। এখন এমন পরিস্থিতি চলে এসেছে যে নিজের স্ত্রীয়ের চরিত্র নিয়ে নোংরা কথা বলতে শোনা যাচ্ছে নীলকে।

গুরুজীর ছাত্র জিষ্ণুর সঙ্গে মেঘের নাম জড়িয়ে নোংরা মন্তব্য করছে নীল। গত পর্বে দেখা গিয়েছে, ময়ূরীর কথা শুনে নীল বাড়ির সকলের সামনে পরিষ্কার করে বলে দিয়েছে যে সে এবার ময়ূরীকে বিয়ে করবে। এই কথা শুনে তো সোনায় সোহাগা অবস্থা ময়ূরীর। আগামী পর্বগুলোতে যে বেশ টানটান উত্তেজনা থাকতে চলেছে এই সিরিয়ালে তা বোঝাই যাচ্ছে।

সত্যিই কি মেঘের সঙ্গে বিচ্ছেদ হয়ে নীল ময়ূরীকে বিয়ে করবে? নাকি শেষ মুহূর্তে থাকবে বিরাট টুইস্ট? তবে জানা গিয়েছে, ময়ূরীর সঙ্গে নীলের বিয়ের সময় সেই অনুষ্ঠানে এসে হাজির হবে পুলিশ। আগামী পর্বে কি ধামাকা হতে চলেছে তা দেখতে হলে দর্শকদের অবশ্যই আগামী পর্ব দেখতে হবে।