Papiya Paul

‘মিলি’ আসতেই বিদায়ের ঘণ্টা ‘মিতুলে’র! খেলনা বাড়ি শেষ হওয়া নিয়ে মুখ খুললেন মিতুল ওরফে আরাত্রিকা

নিউজশর্ট ডেস্কঃ Aratrika Maity Opens Up About Khelna Bari: এই মুহূর্তে বাংলা সিরিয়ালের(Bengali Serial) ক্ষেত্রে টিআরপি(TRP) শেষ কথা। যত বড়ই তারকা হোক না কেন টিআরপিতে জায়গা করতে না পারলে রাতারাতি সেই সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। এইভাবে একের পর এক সিরিয়ালকে রিজেক্ট করে দিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। দর্শকদের ও এই জন্য কোন নতুন সিরিয়াল আসলেই চিন্তা শুরু হয়ে যায়। নতুন সিরিয়াল আসা মাত্রই পুরনো কোন প্রিয় সিরিয়ালকে বিদায় জানাতে হবে। এবার এমনই এক জনপ্রিয় সিরিয়ালের বিদায় ঘন্টা বেজে চলেছে।

   

জি বাংলার(Zee Bangla) এক সময়ে টিআরপি টপার সিরিয়াল ‘খেলনা বাড়ি'(Khelna Bari) বিদায় নিতে চলেছে। অথবা এই নিয়ে দ্বিতীয়বার স্লট হারা হতে চলেছে এই ধারাবাহিক। জি বাংলায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘মিলি'(Mili)। টানটান উত্তেজনা রেখে একটা ধামাকা প্রোমো শেয়ার করা হয়েছে চ্যানেলের তরফ থেকে। ইতিমধ্যেই সম্প্রচারের দিনক্ষণও জানানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে রাত নটার স্লটে দেখানো হবে মিলি। ওই সময় দেখানো হয় খেলনা বাড়ি।

এই সিরিয়াল ইতিমধ্যেই এক বছরের গণ্ডি পূর্ণ করে ফেলেছে। এরমধ্যে একবার নিজের টাইম থেকে অন্য টাইমে নিয়ে আসা হয়েছে এই সিরিয়ালকে। মিলি আসার পরেই খেলনা বাড়ির পরিস্থিতি কি হতে চলেছে তা অবশ্য এখনো জানা যায়নি। খেলনা বাড়ির নতুন কোন সময় চ্যানেলের তরফ থেকে ঘোষণা করা হয়নি। তাই জল্পনা শুরু হয়েছে হয়তো এবার বিদায় ঘন্টা বাজতে চলেছে খেলনা বাড়ির?

Khelna Bari

এই  প্রসঙ্গে সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলেছেন খেলনা বাড়ির মিতুল ওরফে আরাত্রিকা মাইতি। তিনি একেবারে নিশ্চিত হয়ে বলেছেন যে খেলনা বাড়ি এখনই শেষ হচ্ছে না। এই সিরিয়াল শেষের খবর তার কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে স্লট বদল হয়ে নতুন কোন স্লটে জায়গা পাবে কিনা সেটাও  তিনি পরিষ্কার করে বলতে পারেননি।

তিনি বলেছেন যে এক বছরেরও কিছু বেশি সময় ভালো রেজাল্ট করেছে খেলনা বাড়ি। বহুদিন পর্যন্ত টিআরপি তালিকায় প্রথম পাঁচে জায়গা ছিল এই সিরিয়ালের। স্লট লিডারও হয়েছে এই ধারাবাহিক। অভিনেত্রী এতটাই আত্মবিশ্বাসী যে তিনি মনে করছেন খেলনা বাড়ির সফর এত তাড়াতাড়ি শেষ হবে না। আগামী দিনে ঠিক কি হতে চলেছে সেটা জানার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে।