নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) ধারাবাহিক নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই মুহূর্তে এই সিরিয়াল নিয়ে বারবার আলোচনা চলছে দর্শকদের মধ্যে। তবে জি বাংলার শুরু হওয়া জনপ্রিয় গেম শো ‘দাদাগিরি’র জন্য এই সিরিয়ালের টাইম স্লট বদল করে দেওয়া হয়েছে।
আগে রাত সাড়ে ন’টার সময় এই সিরিয়াল সম্প্রচারিত হতো। আর এবার সময় পরিবর্তন করে সন্ধে ছ’টায় এই সিরিয়াল নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এবার সপ্তাহে পাঁচদিনই এই সিরিয়ালটি সম্প্রচারিত হবে। দর্শকদের দাবি মেনে এই সিরিয়ালের সময় পরিবর্তন করতে বাধ্য হয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ। এই নতুন সময় দেখে খুব খুশি হয়েছেন অনুরাগীরা। যারা নিয়মিত দর্শক তারা জানেন, পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর কলেজের টপ করেছে ইংরেজি বিভাগের মেঘ।
আর তাই তাকে পুরস্কৃত করার জন্য একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজকের পর্বে দেখা যাবে পুরস্কার নেওয়ার সময় মঞ্চে উঠে সকলকেই ধন্যবাদ জানালেও নীলের নাম একবারেও নেয়নি। এর সাথে মেঘ সবাইকে মনে করিয়ে দেয়, এক বছর আগে তার বিরুদ্ধেই পরীক্ষার খাতায় টুকলি করার অভিযোগ আনা হয়েছিল। অনেকে তাকে অপমান করেছিল। সেই সাথে মেঘ সবাইকে মনে করিয়ে দেয় খারাপ সময় তার অনেক কাছের মানুষ তাকে ভুল বুঝেছিল।
কিন্তু সেই সময় তার পাশে দাঁড়িয়ে ছিল একমাত্র বন্ধুরা। এরপরেই দেখানো হবে কলেজে জিষ্ণুকে অপেক্ষা করতে দেখে ফেলে নীল। তখনই ময়ূরীকে মেঘের বিরুদ্ধে উস্কাতে শুরু করে। আর এরপরেই নীল গিয়ে চড়াও হয় জিষ্ণুর ওপর। সকলের সামনেই তার গায়ে হাত পর্যন্ত তোলে নীল। আর নীল বলে ওঠে, ‘একজন বিবাহিত মেয়ের আশেপাশে ঘুরঘুর লজ্জা করে না? মেঘ এখনও আমার স্ত্রী, আর মেঘের উপর শুধুমাত্র আমার অধিকার আছে।’
এরপরেই চিৎকার শুনে সেখানে ছুটে আসে মেঘ। আর এই অবস্থা দেখে সকলের সামনে চিৎকার করে বলে ওঠে, ‘সবার কিছু ভুল ধারণা রয়েছে। আজ সেটা ভেঙে দিই। প্রফেসর সৌরনীল গাঙ্গুলীর সঙ্গে আমার এক সময় বিয়ে হয়েছিল ইটা যেমন সত্যি তেমনি আমাদের ডিভোর্স হতে চলেছে এটাও আর একটা সত্যি।’