চরম প্রতিহিংসা! মেঘের ওপর প্রতিশোধ নিতে ইচ্ছে করে পরীক্ষার নম্বর কমালো নীল, ফাঁস আগাম পর্ব

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘ইচ্ছেপুতুল'(Iccheputul) সিরিয়ালে এখন টানটান পর্ব চলছে। তাই প্রতিদিন ঠিক রাত সাড়ে ন’টার সময় টেলিভিশনের পর্দায় মেঘ ময়ূরী এবং নীলের জীবনের টানাপোড়েন দেখতে বসে পড়েন দর্শকেরা। এই সিরিয়ালে ময়ূরীর চক্রান্তে বারবার মেঘকে ভুল বুঝছে নীল। সে কিছুতেই জিষ্ণুর সঙ্গে মেঘের সম্পর্ক নিয়ে থাকা সন্দেহটা মন থেকে দূর করতে পারছে না। তাই যেখানে ওদের দুজনকে একসঙ্গে দেখতে পাচ্ছে তখনই ভুলভাল আচরণ করতে শুরু করে দিচ্ছে সে।

আবার ওই দিকে রূপ এবং গিনির বিয়ের পর থেকেই রূপের আসল চরিত্রটা গিনির সামনে প্রকাশ পেতে শুরু করেছে। এমনকি শ্বশুরবাড়িতে আসার পর তার শাশুড়ি এবং রূপের ব্যবহার দেখে বেশ অবাক হচ্ছে গিনি। এই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, অনেক রাত হয়ে যাবে দেখে গিনি যখন বারবার রূপের ফোন করবে, তখন রূপ তার ফোন ধরবে না। এমনকি রুপের মা এসে গিনির ঘরে খাবার দিয়ে বলবে তাকে খেয়ে নিতে, রূপের যখন সময় হবে তখন সে বাড়িতে ঠিক ফিরবে।

এরপরই আবার রূপের মা গিনির উপর দোষ চাপিয়ে দিয়ে বলে গিনির জন্যই নাকি তার ছেলের মুড অফ রয়েছে। কিন্তু গিনির দোষটা কি সে কিছুতেই বুঝতে পারে না। এরপরে গিনির ফোনে তার বাড়ির থেকে ফোন আসে। তখন আবার তার পাশে দাঁড়িয়ে শাশুড়ি বলবে লাউডস্পিকারে ফোন দিয়ে কথা বলতে। অন্যদিকে গিনির গলা শুনে তার বাড়ির লোক বুঝে যাবে যে গিনির মন ভালো নেই। ওইদিকে আবার নীল জিষ্ণুর সঙ্গে মেঘের সম্পর্ক আছে এমনটা ভেবে বদলা নিতে শুরু করবে।

এরপর পরীক্ষার খাতা দেখতে বসার সময় মেঘের খাতা নীলের হাতে চলে আসবে। তখন মেঘের হাতের লেখা দেখে তাদের পুরনো জীবনের কথা মনে পড়তে থাকবে। ঠিক সেই সময়ে ময়ূরী এসে জিষ্ণুর নামে আরো খারাপ খারাপ কথা বলতে থাকলে মেঘ রেগে আগুন হয়ে যাবে। গুরুজি না থাকায় জিষ্ণু মেঘের বাড়িতে গান প্র্যাকটিস করতে গিয়েছে এই কথাটি নীলের কানে দিয়ে দেবে ময়ূরী।

এইটা শোনার পর নীল নাকি মেঘের পরীক্ষার নম্বর ইচ্ছে করে কেটে দেবে। সত্যিই কি প্রতিশোধ নেওয়ার জন্য মেঘের নম্বর ইচ্ছে করে কেটে দেবে নীল? নাকি ময়ূরীর কথায় বিশ্বাস না করে সমস্ত কিছু নিজেই বিচার বিশ্লেষণ করে দেখবে নীল? এই সব প্রশ্নের উত্তর পাবার জন্যই দর্শকদের আগামী পর্বগুলো অবশ্যই দেখতে হবে।

Papiya Paul

X