নিউজশর্ট ডেস্কঃ যত দিন এগোচ্ছে ‘ইচ্ছেপুতুলে’র(Iccheputul) জনপ্রিয়তা ততই বাড়ছে। টিআরপি তালিকাতেও দুর্দান্ত রেজাল্ট করছে এই সিরিয়াল। বলতে গেলে একেবারেই জমজমাট পর্ব চলছে এই সিরিয়ালে। এই ধারাবাহিকের নিয়মিত দর্শক যারা তারা জানেন, একদিকে যেমন মেঘ ও নীলের ডিভোর্স, তেমনি অন্যদিকে রূপ ও গিনির বিয়ে, তার ওপর আবার নীল এবং ময়ূরীর বিয়ের আসন্ন প্রস্তুতি সমস্ত কিছুই দেখিয়ে দর্শকদের উত্তেজনা বাড়িয়ে তুলেছে এই সিরিয়াল।
তবে সব ভালোর মধ্যে রয়েছে খারাপ। ইচ্ছেপুতুলের একটি দৃশ্য নিয়ে বেজায় চটেছেন দর্শকেরা। বিয়ের পরেই শ্বশুরবাড়িতে এসে গিনি এবার রূপের আসল চেহারা বুঝতে পেরেছে। ভাত-কাপড়ের অনুষ্ঠান নষ্ট করা থেকে মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতে দেখেই রূপের আসল চরিত্রের খোলস গিনির সামনে বেরিয়ে আসছে।
ঐদিকে রিসেপশনের দিন ভালোভাবে থাকলেও আবার ফুলশয্যার রাতে চরম খারাপ ব্যবহার শুরু করে রূপ। এই সিরিয়ালের আগামী পর্বে দেখানো হয়েছে, ফুলশয্যার রাতে গিনির উপরে খুব খারাপ অত্যাচার শুরু করে রূপ। প্রথম রাতেই স্বামীর অকথ্য অত্যাচারের শিকার হবে গিনি।
এবার গিনি বুঝতে পারবে মেঘের কথা বিশ্বাস না করে কত বড় ভুল করেছে সে। নিজের জেদের জন্য নিজের কপাল পুড়িয়েছে গিনি। এবার এই ফুলশয্যার ঝলক প্রকাশ্যে আসতেই রেগে আগুন নেটিজেনরা। অনেকেই ধারাবাহিকে এরকম দৃশ্য দেখানোর জন্য বেজায় চটে গিয়েছেন। পারিবারিক সিরিয়ালে এরকম দৃশ্য দেখানোতে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এরকম হলে ভবিষ্যতে এই ধারাবাহিক সকলের সঙ্গে দেখা যাবে না।
প্রসঙ্গত, এটাই প্রথম নয়, এর আগেই বহুবার এই ধারাবাহিক বহুবার বিতর্কে জড়িয়েছে। এই সিরিয়ালের নাম থেকে গল্প সবটাই ইচ্ছেনদী ধারাবাহিকের নকল বলেও অনেক বিতর্ক চলেছিল। তবে সে যাই হোক, এই মুহূর্তে এই সিরিয়াল নিয়ে বেশ দ্বন্দে রয়েছেন দর্শকেরাও। শোনা যাচ্ছে, পুজোর পরেই নাকি এই ধারাবাহিক বন্ধ হয়ে যেতে পারে।