নিউজশর্ট ডেস্কঃ জি বাংলা(Zee Bangla) হোক কিংবা স্টার জলসা(Star Jalsa) এখন কয়েকদিন অন্তর অন্তর নতুন সিরিয়ালের আগমন ঘটছে। আর সত্যি কথা বলতে এই নতুন সিরিয়ালের চাপে পড়ে পুরনো সিরিয়ালগুলো টিআরপি(TRP) পাচ্ছে না। যার জন্য সেগুলো বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন নির্মাতারা। বেশ কিছুদিন আগে থেকেই শোনা যাচ্ছে, জি বাংলার অন্যতম জনপ্রিয় সিরিয়াল ‘ইচ্ছে পুতুল'(Icche Putul) নাকি বন্ধ হতে চলেছে! অন্তত এমনই খবর সামনে এসেছে।
তাহলে কবে দেখানো হচ্ছে এই ধারাবাহিকের অন্তিম পর্ব? এই ধারাবাহিকের যারা নিয়মিত দর্শক তারা জানেন মেঘ এবং নীল একে অপরের থেকে বহুদিন দূরে রয়েছে। কিছুতেই তাদের মধ্যকার সমস্যা মিটছে না। কোন না কোন কারণে সেই সমস্যা আরো বেড়েই চলেছে। বারবার সবার কাছে ধরা পড়েও সে কিছুতেই নিজেকে বদলাচ্ছে না বরং তার মিথ্যে চক্রান্তে ফেঁসে যাচ্ছে মেঘ এবং নীল। ময়ূরী আবার রূপের সঙ্গে ষড়যন্ত্র করে মেঘের জীবন তছনছ করার চেষ্টা করছে।
এই নিয়ে গল্প এগোলেও কিছুতেই দর্শকদের মনে সেভাবে জায়গা করতে পারছে না ‘ইচ্ছে পুতুল’। আগে এই সিরিয়াল রাত সাড়ে ন’টার সময় দেখানো হতো। সেই সময় স্টার জলসার ‘অনুরাগের ছোয়া’র সঙ্গেও কড়া টক্কর দিতে হতো ইচ্ছে পুতুলকে। দাদাগিরি সম্প্রচারিত হওয়ার সময় সপ্তাহে ছয় দিনের বদলে পাঁচ দিন দেখানো হতো। কিন্তু পরবর্তীকালে যখন দাদাগিরি শনি এবং রবিবার সম্প্রচারিত হতো তখন ইচ্ছে পুতুলকে আবার তার পুরনো জায়গায় দেওয়া হয়েছে।
আরও পড়ুন: শুধু সুস্মিতা নয়, ‘কথা’তে নতুন নায়িকা হিসাবে এন্ট্রি নিচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী!
এখন আবার সন্ধ্যে ৬ টার স্লটে নিয়ে আসা হয়েছে ইচ্ছে পুতুলকে। প্রথমদিকে এই নতুন স্লটে এসে কিছুদিন ভালো রেজাল্ট করেছিল। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার’ তোমাদের রানী’র কাছে হেরে যেতে হচ্ছে ইচ্ছেপুতুলকে। এরপরই মনে করা হচ্ছে তাহলে কি সত্যি এই সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হবে? গুঞ্জন বলছে জানুয়ারি মাসের শেষের দিকে নাকি জি বাংলায় আরও একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে!
আর এই নতুন সিরিয়াল নাকি ইচ্ছে পুতুলের জায়গায় ছিনিয়ে নেবে। যদিও কিভাবে এই ধারাবাহিকের গল্প শেষ হবে তা জানে না। মনে করা হচ্ছে যে দীর্ঘ বিচ্ছেদের পর নীল এবং মেঘকে নতুন করে আবার সংসার করতে দেখা যাবে। আর অপরদিকে ময়ূরী আর রূপ জেলে যাবে। জিষ্ণুর সঙ্গে নতুন করে ঘর বাঁধতে শুরু করবে গিনি। এই ভাবেই ধারাবাহিক শেষ করবে বলে মনে করছেন দর্শকদের একাংশ।