Zee Bangla Jagaddhatri Serial Might Take a Big leap rumours according to viewers

মা হচ্ছে জ্যাস, মেয়ে হয়ে এন্ট্রি নিচ্ছেন কোন অভিনেত্রী? বড় টুইস্ট আসন্ন জগদ্ধাত্রী সিরিয়ালে!

পার্থ মান্নাঃ জি বাংলার হিট সিরিয়ালের তালিকায় নাম থাকবেই ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) সিরিয়ালের। একসময় টপার হলেও ইদানিং জনপ্রিয়তা কিছুটা কমেছে। যার ফলে টিআরপি তালিকা কিছুটা পিছিয়ে পড়েছে জ্যাস সন্ন্যালের কাহিনী এরই মাঝে ভেসে আসছে একাধিক জল্পনা। নেটিজেনদের অনেকের মতেই নাকি নতুন মেগাকে জায়গা করে দিতে শেষ হতে পারে ‘জগদ্ধাত্রী’। তো আবার শোনা যাচ্ছে বড়সড় লিপ নিতে চলেছে ধারাবাহিকের গল্প।

টিআরপি টানতে বড় টুইস্ট জগদ্ধাত্রী সিরিয়ালে

একসময় বাংলার সেরা সিরিয়ালের হারানো গৌরব ফিরে পেতে জব্বর টুইস্ট আসছে ধারাবাহিকে। নিয়মিত দর্শকেরা সকলেই জানেন জগদ্ধাত্রী গর্ভবতী। এদিকে তার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, যে কারণে নিজের প্রাণসংশয়ের পাশাপাশি গর্ভের সন্তানেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও নিজের কর্তব্য পালনে এতটুকু পিছপা হয়নি জগদ্ধাত্রী।

মা হচ্ছে জগদ্ধাত্রী

বর্তমানে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী আর তার সন্তানকে শেষ করে দেওয়ার জন্য উঠে পরে লেগেছে উৎসব আর তার মা। ফলে প্রতিদিনই টানটান উত্তেজনার পর্ব দেখা যাচ্ছে। কিন্তু দর্শকদের একাংশের মতে ধারাবাহিকটি নাকি একঘেয়ে হয়ে গিয়েছে। যার ফলে অনেকেরই ধারণে লিপ নিতে পারে গল্প।

কয়েক বছর এগিয়ে যাবে গল্প

অনেক সময় গল্প খানিকটা একঘেয়ে হয়ে গেলে সেটাকে কয়েক বছর এগিয়ে নতুন টুইস্ট আনা হয় সিরিয়ালে। হয়তো তেমনটাই হতে পারে জগদ্ধাত্রী ধারাবাহিকেও। ইতিমধ্যেই যেখানে গর্ভবতী দেখা যাচ্ছে জ্যাসকে। সেখানে হয়তো মা হওয়ার পরেই তার মেয়েকে কিছুটা বড় হয়ে গিয়েছে দেখানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রে জগদ্ধাত্রীর মেয়ে হিসাবে কাকে দেখা যাবে সেটা নিয়ে বেশ উৎকন্ঠা রয়েছে দর্শকদের।

যদিও এই সবটাই দর্শকদের কল্পনা মাত্র। চ্যানেলের তরফ থেকে অফিসিয়ালি এমন কিছুই জানানো হয়নি। আসলে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রূপে অনেকেই এভাবে গল্প এগোলে কেমন হয় সেই নিয়ে আলোচনা করেছেন। বাস্তবে কি হবে সেটা আগামী দিনেই দেখা যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X