Zee Bangla Mithijhora Serial Anirudha Gupta being replaced by Sutirtha Saha

রাই-অনির্বাণের শুভ বিবাহের মাঝেই দুঃসংবাদ! সিরিয়াল ছাড়ছেন অভিনেতা, হতবাক দর্শকেরা

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় সিরিয়ালের নাম নিতে গেলে ‘মিঠিঝোরা’ (Mithijhora) আসবেই। তিন বোনের গল্প দিয়ে শুরু হলেও মোড় পাল্টেছে। রাই-শৌর্য্য জুটি বহু আগেই ভেঙেছে, যার ফলে দর্শকদের অনেকেই মন খারাপ করেছিলেন। তবে যেদিন থেকে অনির্বান রাইয়ের জীবনে ঢুকেছে সেদিন থেকেই আবারও জনপ্রিয়তা বেড়েছে। টিআরপি তালিকাতেও তার প্রতিফলন দেখা গিয়েছে।

যারা নিয়মিত দৰ্শক তারা জানেন, বর্তমানে ধারাবাহিকে রাই আর অনির্বানের বিয়ের তোড়জোড় চলছে। তবে এরই মাঝে একটা খারাপ  খবর রয়েছে। বিয়ের আগেই পাল্টে যাচ্ছে সিরিয়ালের এক চরিত্রের মুখ। গল্পে রাইও নীলুর দাদার চরিত্রে অভিনয় করছিলেন অনিরুদ্ধ গুপ্ত। কিন্ত এবার তাকে আর দেখা যাবে না, বদলে ওই জায়গায় আসছেন সুতীর্থ সাহা। কিন্তু হটাৎ কেন এই বদল? জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পজিটিভ না হলেও, হুইলচেয়ারে বসে থাকা পঙ্গু বিক্রম চরিত্রটা দর্শকদের অনেকেই পছন্দ করেছিলেন। বিশেষ করে অনিরুদ্ধের সাথে ইমোশনাল বন্ডিং তৈরী হয়ে গিয়েছিল। তাই বিয়ের মত একটা গুরুত্বপূর্ণ সিনের আগেই মুখ বদল হওয়াটা চোখে লাগবে বলেই মনে করা হচ্ছে। তবে টেলি দুনিয়ার পরিচিত তারকা সুতীর্থ সাহা। এর আগে কে আপন কে পর, প্রথম কাদম্বিনী থেকে মেঘে ঢাকা তারা এর মত ধারাবাহিকে দেখা গিয়েছে অভিনেতাকে।

mithijhora serial

আরও পড়ুনঃ ‘গোল্ড মেডেল বেচে খেতে হয়েছে!’ ছোট-বড় পর্দায় কাজের দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে অকপট ছন্দা চট্টোপাধ্যায়

কিন্তু কেন সিরিয়াল ছাড়ছেন অনিরুদ্ধ? কারণ হিসাবে যেমনটা জানা যাচ্ছে সেটা হল, গল্পে বোন ও স্ত্রীর সাথে ঝগড়া ছাড়া খুব একটা ব্যবহার করা হয়নি বিক্রমকে। তাছাড়া সিরিয়ালের পাশাপাশি ওয়েবসিরিজের কাজ নিয়েছেন অভিনেতা। সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রসঙ্গত, রাইয়ের সাথে অনির্বানের বিয়েতে মন নেই পরিবারের। অন্যদিকে আগেভাগেই জানা গিয়েছে যে রাইয়ের বিয়ের রাতেই আত্মহত্যা করতে চেষ্টা করবে বোন নীলু। মা নিজে কাঁদতে কাঁদতে এসে এই খবর দেবে রাইকে। তাই বিয়ে আদৌ সম্পূর্ণ হবে নাকি বিয়ের পিঁড়ি থেকেই উঠে যাবে রাই? এটাই এখন দেখার অপেক্ষা।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X