রুচিরা ভেবে ‘ধ্যাষ্টামো’ বাবাকে লাভ ইউ বলতেই বেধড়ক মার, টিভির আগেই ফাঁস ধামাকা হাসির পর্ব

নিউজশর্ট ডেস্কঃ জি বাংলার(Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phuler Madhu) ধারাবাহিকের ফ্যান ফলোয়িং নিয়ে কোন কথা হবে না। এই সিরিয়ালের নায়িকা পর্ণার ভক্ত অসংখ্য দর্শকেরা। এই পর্ণার জীবনে একটা সমস্যা মিটতে না মিটতেই নতুন সমস্যা এসে হাজির হয়। যদিও এইসব সমস্যা খুব সহজেই মিটিয়ে দিতে পারে গল্পের নায়িকা। ইতিমধ্যেই এই ধারাবাহিকের গত পর্বে দেখিয়েছে, রুচিরা এবং চয়নের সম্পর্ক নিয়ে সৃজন এবং পর্নার মধ্যে মনোমালিন্য শুরু হয়েছে।

পর্ণা সরাসরি চয়নকে এসে রুচিরার সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করে।  এরপরে চয়ন তার বৌদির চাপে পড়ে সমস্ত সত্যি কথা বলে দেয়। ঐদিকে আগে থেকেই সৃজন পর্ণাকে সাবধান করে দিয়েছে সে যেন চয়ন এবং রুচিরার সম্পর্ক নিয়ে কোন রকমের ইন্ধন না যোগায়। তাই সৃজন পর্ণাকে বলে যে রুচিকে এই বাড়িতে না আসতে। তবে বরাবরের মতো পর্ণাও সরাসরি জানিয়ে দিয়েছে সে এই কাজ কোনভাবে করতে পারবে না।

আজকের পর্বে দেখানো হবে, পর্ণা চয়নের কাছে সরাসরি জানতে চাইবে, তাদের বাড়িতে যেহেতু প্রেম করে বিয়ে করার কোন নিয়ম নেই। তাই এই কাজ করতে হলে বাড়ির সবার বিরুদ্ধে যেতে হবে তাকে? চয়ন সেটা পারবে তো? এর উত্তরে চয়ন হ্যাঁ বললে পর্ণা তার পাশে থাকার আশ্বাসও দেয়। অন্যদিকে তাদের দুজনের কথা দরজার বাইরে আড়ি পেতে শুনে ফেলে ঈশা।

পর্ণার কথামত চয়ন রুচিরাকে একটি ক্যাফতে গিয়ে প্রপোজ করবে একথা জানতে পেরে ইশা পর্নাকে চিরকালের জন্য বাড়ি থেকে তাড়ানোর জন্য নতুন প্ল্যান করতে থাকে। অন্যদিকে চয়ন আবার রুচিকে প্রপোজ করার জন্য ঘরের মধ্যেই নিজের মনে মনে প্র্যাকটিস করতে থাকবে। কিন্তু কখন তার সামনে তার বাবা এসে দাঁড়িয়ে পড়বে সেটা বুঝতে পারবে না চয়ন। এরপর বাবাকেই রুচিরা ভেবে আই লাভ ইউ বসে বসে সে।

এই কথা শুনে ‘ধ্যাষ্টামো’ প্রচন্ড রেগে গিয়ে চয়নকে পেটাতে শুরু করবে। তখন পর্ণা  ছুটে এসে চয়নকে বাঁচাবে। আই লাভ ইউ শোনার পরেই যখন এরকম অবস্থা তাহলে চয়ন যখন রুচিরাকে বিয়ে করার কথা জানাবে তখন কি কান্ডটাই না ঘটবে দত্ত বাড়িতে। অর্থাৎ আজকের পর্বে ধামাকা দেখার জন্য দর্শকদের রাত আটটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Papiya Paul

X