নিউজ শর্ট: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে প্রতিনিয়ত কড়া টক্কর চলে প্রথম সারির দুই বিনোদনমূলক চ্যানেল স্টার জলসা (Star Jalsha) এবং জি বাংলার (Zee Bangla) মধ্যে। আগেই জানা গিয়েছে খুব তাড়াতাড়ি জি বাংলায় সম্প্রচার শেষ হবে জনপ্রিয় সিরিয়াল খেলনা বাড়ির। তবে খেলনা বাড়ির জায়গায় কোন সিরিয়াল সম্প্রচারিত হবে এতদিন তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে গতকাল নতুন সিরিয়ালের প্রমো এনে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দিয়েছে জি বাংলা।
তবে এবার দর্শকদের জন্য রয়েছে দারুন চমক। আসলে নতুন সিরিয়ালের প্রমোতে দেখা যাচ্ছে এই নতুন সিরিয়ালের সমস্ত অভিনেতা অভিনেত্রী স্টার জলসার। সিরিয়ালটির প্রধান নায়িকা চরিত্রে থাকছেন দুজন জনপ্রিয় অভিনেত্রী। তাঁদের মধ্যে একজন হলেন মেয়েবেলা খ্যাত মৌ অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumdar) এবং আর একজন হলেন গোধূলি আলাপ খ্যাত নোলক অভিনেত্রী সমু সরকার (Somu Sarkar)।
আর নায়কের চরিত্রে থাকছেন জনপ্রিয় টেলি অভিনেতা কৌশিক রায় (Kaushik Roy)। আর পুপুল নামের বাচ্চা মেয়ের চরিত্রে অভিনয় করছেন গৌরী এলো সিরিয়ালের ছোট্ট তারা। তবে এই সিরিয়ালটি আর পাঁচটা সিরিয়ালের মতো নয়। এখানে মূলত ভূতের গল্প দেখানো হবে। দুই নায়িকার মধ্যে একজন জীবিত আর একজন মৃত। নতুন এই সিরিয়ালের নাম আলোর কোলে।
প্রকাশ্যে আসা প্রমোতে দেখা যাচ্ছে ছোট্ট পুপুল বলছে, ‘আমার মায়ের সবার আগে ঘুম ভাঙে। আচ্ছা মায়ের কি ঘুম পায় না?’এরপরের দৃশ্যেই দেখা যায় স্বীকৃতি অর্থাৎ পুপুলের মা ছাদ থেকে সমস্ত জামা কাপড় নামাচ্ছে। তারপরেই দেখা যায় তাঁর অনস্ক্রিন শ্বাশুড়ি অবাক হয়ে বলছেন ‘বাবা নিচে নামার আগে সবজামা কাপড় নিচে নেমে গেছে?’ তারপরেই তিনি কাজের বউ পুষ্পকে ডাক দেয় যে তার নাতনিকে ডেকে তুলতে।
আর তারপরেই তিনি বলেন ‘মা মরা নাতনিটা আমার’। এরপরের দৃশ্যে দেখা যায় কাজের বউ পুষ্প আসার আগেই কেউ অ্যালার্ম বন্ধ করে তার মেয়ের স্কুলের টিফিন ব্যাগ,জামা সব গুছিয়ে রেখেছে। এরপর কাজের মেয়ে পুষ্প এসে পুপুলকে তোলে এবং তারপর সব কিছু গোছানো দেখে ভয়ে ভয়ে বলে আজও সব কাজ করে দিয়ে গিয়েছে।
এরপর পুপুল তার মায়ের মালা দেওয়া ছবির দিকে তাকিয়ে বলে ওঠে গুড মর্নিং মা। অর্থাৎ এই সিরিয়ালে স্বীকৃতি প্রথম থেকেই মৃত কিন্তু তার আত্মা তার মেয়ের সঙ্গে সব সময় আছে। এরপর দেখা যায় কৌশিক অর্থ্যাৎ পুপুলের বাবা তাকে বাসে উঠতে বললে পুপুল রেগে যায় আর বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। তখনই উল্টো দিক থেকে একটা বাইক আসে। স্বীকৃতি তখন নিজের মেয়েকে রক্ষা করতে চাইলেও পারে না। কিন্তু সে তো মৃত তাই সে চাইলেও নিজের মেয়েকে স্পর্শ করতে পারে না। তখন পুপুলকে বাঁচাতে এগিয়ে আসে অন্য একজন। তিনিই হলেন গোধূলি আলাপ খ্যাত নোলক অভিনেত্রী সমু সরকার।