নিউজশর্ট ডেস্কঃ বাঙালির কাছে বিনোদন মানেই বাংলা সিরিয়াল (Bangla Serial)। সন্ধ্যেবেলায় চা মুড়ির নিয়ে মা-কাকিমারা বসে পড়ে সিরিয়ালের সামনে। শাশুড়ি ও বউমার মধ্যে পারিবারিক ঝগড়াই উঠে আসে এই ধারাবাহিকের গল্পে। এর ফলে অনেক সময় এই ধারাবাহিক দেখা ইচ্ছে কমে যায় অনেকের। এবার এই ভাবনাকে মাথায় রেখে শাশুড়ি ও বউমার মধ্যে পারিবারিক ঝগড়াকে সরিয়ে এক নতুন গল্প ‘অমর সঙ্গী’ (Amar Sangi) নিয়ে হাজির জি বাংলা (Zee Bangla)।
বাংলা মিডিয়ামের পর এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় ফিরছেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharjee)। আর বিপরীতে দেখা যাবে ‘গুড্ডি’ খ্যাত নায়িকা শ্যামৌপ্তি মুদলিকে (Shyamoupti Mudli)। ধারাবাহিকের নাম হতে চলেছে ‘অমর সঙ্গী’। নামের সাথে তাল মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আইকনিক সিনেমার টাইটেল ট্র্যাক দিয়েই প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো।
“অমর সঙ্গী” ধারাবাহিকের প্রোমো ভিডিও
জি বাংলার তরফ থেকে নীল-শ্যামৌপ্তির অভিনীত ধারাবাহিকের প্রথম প্রোমো শেয়ার করা হয়েছে। শুরুতেই দেখা যাচ্ছে,লাল রঙের একটি বিলাসবহুল গাড়ি থেকে নামছেন নীল (রাজ)। এরপর গাড়ি থেকে নিজে নেমে খুলে দিচ্ছেন শ্যামৌপ্তি (শ্রী)-র দিকের দরজা। এরপর হঠাৎই বৃষ্টি। দু হাত ছড়িয়ে তা উপভোগ করতে থাকে শ্রী। তবে গল্পের নায়কের মাথায় তখন ছাতা। সেদিকে দেখেই অভিযোগের সুরে শ্রী বলে ওঠে, ‘তোমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না?’ এরপর ছুটে গিয়ে রাজের হাতের থেকে ছাতা ফেলে দেয়। দুজনে একসঙ্গে ভিজতে থাকে বৃষ্টিতে।
এরপরই দেখা যায় দুজন লোক আসে রাজের বাড়িতে। চিৎকার করে বলে, ‘রাজ। আয় বাইরে বেরিয়ে আয়। এভাবে ভাড়ার গাড়ি আর ভাড়ার জামাকাপড় পরে কদ্দিন চলবে?’ তারপর রাজকে সামনে পেয়ে ফের বলে, ‘গার্লফ্রেন্ড জানে ভাড়ার বাড়ির ছাদ থেকে জল পড়ে?’ এতে অবশ্য রাজ বলে, ‘একদিন এর থেকেও বড় গাড়ি হবে আমার বস, মিলিয়ে নিও।’
আরও পড়ুনঃ একাধিক সিরিয়াল শেষের মাঝেই শুরু দুই মেগা, জি বাংলায় আসছে ‘বিধিলিপি’ ও ‘ভালোবাসার লুকোচুরি’
এরপর দেখা যায় রাজের দিকে এগিয়ে আসছে তার বোন। যার প্রশ্ন, ‘হ্যাঁ রে বড়দা, হবু বউদি সবটা জানতে পেরে গেলে তোকে আর ভালোবাসবে তো?’ তাতে রাজ জবাব দেয়, ‘আমি শ্রীকে এতটাই ভালোবাসব যে, ও আমাকে ভুল বুঝবেই না’।আর ঠিক তখনই শ্রী হঠাৎই হাজির রাজের সেই ভাঙা বাড়িতে। এক চোখ জল নিয়ে ভালোবাসার মানুষটার দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে, ‘রাজ ভালোই যদি বাসলে, তাহলে মিথ্যের আশ্রয় নিলে কেন?’
View this post on Instagram
ধারাবাহিকের প্রোমো সামনে আসলেও এখনও পর্যন্ত সম্প্রচারের সময় বা তারিখ কিছুই জানা যায়নি আপাতত রাত ১০টার স্লট ফাঁকা রয়েছে জি বাংলার। যার কারণে মিঠিঝোরা ও মালা বদল দেখানো হচ্ছে ৪৫ মিনিট ধরে। তবে রাত ১০টায় নীল ও শ্যামৌপ্তির ধারাবাহিক আনা হবে, নাকি কোনও মেগার স্লট বদলে সেটিকে রাত ১০টায় আনার সিদ্ধান্ত নেবে জি বাংলা, এখন সেটাই দেখার। খুব সম্ভবত প্রাইম টাইমই পাবে নীল-শ্যামৌপ্তি অভিনীত এই ধারাবাহিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এনআইডিয়াজ ক্রিয়েশন রয়েছে এই সিরিয়ালের প্রযোজনায়।