পার্থ মান্নাঃ কিছুদিন আগেই জি বাংলার পর্দায় প্রকাশ্যে এসেছিল প্রোমো। যেটা দেখেই সকলে বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন কবে আসছে নতুন মেগা ‘পরিণীতা’ জানার জন্য। আসলে TRP তালিকায় থাকার লড়াইয়ে কোনো সিরিয়াল ব্যর্থ হলেই তার বদলে নতুন গল্প আসে। সেই রীতি মেনেই পুরোনোদের জায়গা নিতে আসছে নতুন গল্প। তাহলে কবে থেকে শুরু হচ্ছে ‘পরিনীতা’?
নতুন মেগাকে জায়গা দিতে শেষ হচ্ছে আরেক মেগা
নতুন মেগা আসা মানেই কোনো একজনের যাত্রা শেষ হচ্ছে সেটা বোঝাই যায়। এমনকি পুরোনো কিছু সিরিয়াল বন্ধ করে কিছু সিরিয়ালের টাইমস্লট এদিক ওদিক করে দেওয়া হয়। এবারেও তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। দর্শকদের অনেকের মতে জগদ্ধাত্রী সিরিয়াল হয়তো শেষ হতে চলেছে! যদিও এমন কোনো অফিসিয়াল খবর এখনও পর্যন্ত আসেনি। এরই মাঝে প্রকাশ্যে এল নতুন মেগার টাইম স্লট।
প্রকাশ্যে ‘পরিণীতা’র টাইমস্লট
সম্প্রতি জি বাংলার অফিসিয়াল পেজে ‘পরিণীতা’র টাইমস্লট ও সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে আগামী ১১ই নভেম্বর থেকে শুরু হবে পরিণীতার সম্প্রচার। সন্ধ্যে ৭টা থেকেই দেখা যাবে নতুন ধারাবাহিক। কিন্তু এখানেই উঠে আসছে প্রশ্ন।
সত্যিই বন্ধ হচ্ছে জগদ্ধাত্রী
বর্তমানে সন্ধ্যে ৭টার সময় জগদ্ধাত্রী সম্প্রচারিত হয়। তবে কি জগদ্ধাত্রী সত্যিই শেষ হতে চলেছে? নাকি অন্য কোনো মেগা শেষ হবে। আর তার জায়গায় জগদ্ধাত্রীকে দিয়ে এই স্লটে আসবে পরিণীতা? এমন হাজারো প্রশ্ন ঘুরছে নেটিজেনদের মনে। তবে পরবর্তী ঘোষণা না পাওয়া পর্যন্ত এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, দর্শকরা দীর্ধদিন ধরেই উদয় প্রতাপ সিংকে নায়ক হিসাবে দেখতে চাইছিলেন। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটছে। ‘পরিণীতা’ ধারাবাহিকে নতুন নায়িকা ঈশানির সাথে জুটি বাঁধবেন অভিনেত। গল্পের জুটির নাম হতে চলেছে রায়ান ও পারুল। দুজনের বিয়ে হলেও ত্রিকোণ সম্পর্কের জটিলতার ইঙ্গিত মিলেছে। তাই দর্শকদের মন জয় করে কতটা TRP তুলতে পারে নতুন মেগা সেটাই দেখার অপেক্ষা।