Zee Bangla New Serial Parineeta will start soon which serial will go off air

‘পরিণীতা’র আগমনে কার হবে বিসর্জন? নেটপাড়ায় এই মেগা শেষের জল্পনায় মাথায় হাত দর্শকদের

পার্থ মান্নাঃ পুজোর মাঝেই চমক দিয়েছে জি বাংলা। চতুর্থীতে প্রকাশ্যে এসেছে নতুন বাংলা ধারাবাহিকের প্রোমো। যেখানে নায়কের চরিত্রে দেখা যাবে উদয় প্রতাপ সিংকে। মেগাতে নবাগত অভিনেত্রী ঐশানীর সাথে জুঁই বাঁধবেন তিনি। যা দেখার জন্য এখন থেকেই এক্সাইটেড দর্শকেরা। তবে এর সাথে আরও একটা প্রশ্ন সকলের মাথায় ঘুরছে, সেটা হল নতুনকে জায়গা দিতে পুরোনো কোন সিরিয়াল শেষ হবে?

পরিণীতা আসতেই বন্ধের পথে কোন মেগা?

বিগত কয়েক মাসে একেরপর এক নতুন মেগা শুরু হয়েছে আর শেষ হয়েছে। মূলত টিআরপি না থাকলেই ধারাবাহিকের আয়ু শেষে পথে পা বাড়ায়। নাহলে নতুনকে জায়গা দিতে কোপ পড়ে ভালো পারফর্ম না করা সিরিয়ালগুলিতে। সেই হিসাবে ‘পরিণীতা’ শুরু হওয়ার আগে স্লট ফাঁকা করতে কোনো একটি মেগাকে হয়তো বন্ধ করা হবে।

Zee Bangla New Bengali Serial Parineeta Promo Out and Viral just after Release

সোশ্যাল মিডিয়াতে অনেকেই আলোচনা করতে শুরু করেছেন হয়তো ‘নিম ফুলের মধু’ই শেষ হতে পারে। কারণ শুরু থেকেই প্রথম তিন কিংবা পাঁচে নাম থাকত সৃজন-পর্ণা। জুটির তবে ইদানিং সেই টিআরপিতে কিছুটা হলেও ভাটা পড়তে শুরু করেছে। তাই নাকি এবার শেষ হতে পারে বাবুউউর কাহিনী।

নিম ফুলের মধু নিয়ে শুরু গুঞ্জন

যদিও এই নিয়ে কোনো অফিসিয়াল ঘোষণা এপর্যন্ত হয়নি। তাছাড়া সম্প্রতি ধারাবাহিকে পিকলু ও বর্ষার বিয়ের ট্র্যাক শুরু হয়েছে। যেখানে বিয়ে না মানতে পেরে শেষমেশ বর অর্থাৎ পিকলুকে কিডন্যাপ করার সিদ্ধান্ত নিয়েছে কৃষ্ণা। এর জন্য ফ্যামিলি শত্রু ইশার সাথেই আবারও হাত মিলিয়েছে। এমনকি কিছু সৃজন-পর্ণা ভক্তরা ক্ষোভ প্রকাশ করেছেন এই গুঞ্জন শোনার পর।

প্রসঙ্গত, ‘পরিণীতা’ সিরিয়ালের প্রোমো দেখেই বেশ ভালো লেগে গিয়েছে অনেকেরই। কারণ নায়ক রায়ান মডার্ণ স্টাইলিশ হলেও নায়িকা পারুল কিন্তু গাঁয়ের মেয়ে। অবশ্য গাঁয়ের মেয়ে হলেও একেবারে গোবেচারা নয়! রায়ানকে কলেজে সমানে সমানে টেক্কা দিতে প্রস্তুত সে। এমন দুই বিপরীত মেরুর মানুষের মনের মিলন কেমন হবে সেটাই দেখার।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X