Kar Kache Koi Moner Kotha Actress Manali Dey Enjoyed Boating With Other Girls

Moumita

কাজের ফাঁকে ছুটি পেয়েই গঙ্গাবিহারে ব্যস্ত ‘মানালি’র গার্লস গ্যাং, ছবি দেখে খুশি ভক্তরা

Zee Bangla Serial Kar Kache Koi Moner Kotha Actress Manali Dey Enjoyed Boating With Other Girls:  ৩ জুলাই থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে মানালি দে-র (Manali Dey) নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)। ধূলোকণার পর এই ধারাবাহিকের (Bangla Serial) হাত ধরে আরও একবার দর্শকের দরবারে ফিরেছেন অভিনেত্রী। সিরিয়ালে রয়েছে বেশ নতুনত্বের ছোঁয়া। এ কোন একা মেয়ের সংগ্রাম কাহিনী নয়, বরং বেশ কয়েকজন গৃহবধূর গল্প।

   

সিরিয়ালের প্রথম দুই পর্ব বেশ ভালোই প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। যাইহোক, সিরিয়াল সম্প্রচারের আগে বেশকিছু রিল ভিডিও তৈরি করেছেন মানালি‌। সম্প্রতি সেইসব ভিডিও নিয়েই শুরু হয়েছে চর্চা। যদিও তিনি একা নন, তার এই ভিডিওতে ছিল তার গার্লস গ্যাং। কখনও স্নেহা, বাসবদত্তাদের নিয়ে ফুচকা খাচ্ছেন তো কখনও আবার গরম গরম কচুরি-জিলিপি পার্টিতে মজেছেন অভিনেত্রী।

কিছুদিন আগেই মানালি তার দলবল নিয়ে পৌঁছে গেছিলেন দিদি নাম্বার ওয়ানের মঞ্চে। আর এবার দলবল নিয়ে পৌঁছে গেলেন নৌকাবিহারে। সিরিয়ালের কস্টিউম পরেই ‘কার কাছে কই মনের কথা’র সদস্যদের নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। স্নেহা তো আবার নৌকার উপর রীতিমতো গান ধরেছেন।

সম্প্রতি কার কাছে কই মনের কথা টিমের গার্লস গ্যাংয়ের ডে আউটের সেই ভিডিয়ো শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও আসতেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তবে এটাই একমাত্র ভিডিও নয়। এর আগেও একাধিক ভিডিও তৈরি করেছেন মানালি। সেই হিসেবে এটি ছিল অভিনেত্রীর ৬ নম্বর ভিডিও।

এই যেমন দিন কয়েক আগেই কমলায় নেত্য করে গানের তালে একটি রিল ভিডিও করেছিলেন মানালি এবং তার সঙ্গী সাথীরা। সেই নাচের ভিডিওও দারুন পছন্দ করেছিল দর্শকরা। বিশেষ করে বাসবদত্তার হাসিখুশি ভাবমূর্তি বেশ পছন্দ করে ভক্তরা। তবে এই নৌকাবিহারে বাসবদত্তা ছিল মিসিং।

আসলে জল দেখলেই একটু কুঁকড়ে যান অভিনেত্রী। জলে তার বেশ ভয়। সেই কারণেই পাড়ার নতুন বউ শিমূল অর্থাৎ মানালির সঙ্গে বাকিদের পরিচয়টুকু করিয়ে দিয়েছেন শুধু। নৌকাবিহারে তিনি কোনোভাবেই আসতে চাননি। প্রসঙ্গত উল্লেখ্য, বাস্তব জীবনের কথাই তুলে ধরা হয়েছে এই সিরিয়ালে। নতুন বউ হয়ে আসার পর শিমূল কাউকে তার পাশে পাবে কি না সেটাই মূল প্রেক্ষাপট। তার সাথে পাড়ার দিদিরা কীভাবে তার আপনজন হয়ে ওঠে সেটাও দেখানো হবে।