নিউজশর্ট ডেস্কঃ দুপুর পেরিয়ে বিকেল নামতেই বাঙালি পরিবারে শুরু হয় টিভি টাইম। পছন্দের সিরিয়াল দেখার জন্য চায়ের কাপ হাতে হাজির হয়ে যান দর্শকেরা। জি বাংলা, ষ্টার জলসা থেকে শুরু করে কালার্স বাংলার মত চ্যানেলে একাধিক ধারাবাহিক সম্প্রচারিত হয়। তবে সব মেগা হিট হতে পারে না, কিছু মেগা এমন হয় যা দর্শকদের মন জয় করার পাশাপাশি টিআরপিতেও ভালো পারফর্ম করে। আর এমনও কিছু আছে যারা শুরুর পর অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়।
একটা সময় ছিল যখন সিরিয়াল শুরু হলে বছরের পর বছর চলত। এখন সেসব অতীত, ধুমধাম করে ভালো ষ্টার কাস্ট নিয়ে মেগা শুরু হলেও দেখা যাচ্ছে কখনো ৩ মাস তো কখনো ৬ মাসেই শেষ হয়ে যাচ্ছে। এর পিছনে অবশ্য বড় কারণ হল টিআরপি। দর্শকদের গল্প পছন্দ হলেও যদি TRP না থাকে তাহলে অল্প দিয়েই তড়িঘড়ি শেষের পথে পা বাড়ায় ধারাবাহিকগুলি। এমনটাই হতে চলেছে বেশ কিছু জি বাংলার সিরিয়ালের সাথে।
অন্য পাঁচটা সিরিয়ালের থেকে একটু আলাদা ধরণের কাহিনী নিয়ে শুরু হয়েছিল সিঙ্গেল মাদার মধুবনী ও মিহির গল্প ‘কে প্রথম কাছে এসেছি’। কিভাবে অসুস্থ মেয়েকে স্বামী ছাড়াই মানুষ করবে সেই সংগ্রাম তোলে ধরা হচ্ছিল। যাঁরা নিয়মিত ধারাবাহিকটি দেখেন তারা জানান, কাজের জায়গায় বসের ভালোলাগে মধুবনীকে। এরপর তাদের বিয়েও হয়েছে। এমনকি এতদিন ধরে লুকিয়ে রাখা অতীতও প্রকাশ্যে এসেছে।
কিন্তু গল্পের ট্র্যাকে চমক থাকলেও টিআরপি তালিকায় ফলাফল যে সন্তোষজনক নয়। একসময় সেরা দশের তালিকায় নাম থাকলেও এখন সেটা অতীত। তাই এবার কানাঘুষো চলছে TRP না থাকায় শেষ হচ্ছে ‘কে প্রথম কাছে এসেছি’। এমনকি শেষ শুটিংয়ের দিনও নাকি ঠিক হয়ে গিয়েছে। আগামী ১০ই সেপ্টেম্বর হবে শেষ পর্বের শুটিং। যদিও এখনও পর্যন্ত কোনো অফিশিয়াল ঘোষণা মেলেনি। তবে একই কানাঘুষোর জেরে মন খারাপ মধুবনী – মিহি ফ্যানদের।
আরও পড়ুনঃ ফুলকি-পর্ণা আউট, সবাইকে চমকে ছক্কা হাঁকালো জলসার এই মেগা! দেখা ওলটপালট TRP তালিকা
প্রসঙ্গত, কিছুদিন আগেই জি বাংলার আরেক দুটি জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’ ও ‘জগদ্ধাত্রী’ শেষ হওয়ার জল্পনা ওঠে। খবর ছড়িয়ে পড়া মাত্রই দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছিল। তবে পরবর্তীকালে জানা যায় এমন কোনো প্ল্যান নেই। এখন মধুবানির কাহিনীর কি হবে সেটাই দেখার।