Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,Mithai,সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songsar Award,নতুন প্রোমো,New Promo,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

anita

Zee Bangla: এক ফ্রেমে গোটা জি বাংলা পরিবার, প্রকাশ্যে সোনার সংসারের নতুন প্রোমো, মুগ্ধ দর্শকেরা

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালই (Bengali Serial) এখন  বাঙালির বিনোদনের ডেইলি ডোজ। এখনকার দিনে সিনেমা কিংবা ওয়েব সিরিজের মতই অত্যন্ত শক্তিশালী একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে বাংলা সিরিয়াল। তাই এখন গোটা বাংলা জুড়েই রয়েছে বাংলা সিরিয়ালের বিরাট জনপ্রিয়তা। টিভি খুললেই এখন হরেকরকম বাংলা সিরিয়ালের মেলা।

   

তবে দিনের শেষে এখন যে কোনো সিরিয়াল মানেই ব্যবসা। তাই টিআরপি তালিকায় পিছিয়ে পড়লেই বন্ধ হয়ে যাচ্ছে যে কোনো বাংলা সিরিয়াল। ছাড় পাচ্ছে না রিয়ালিটি শো গুলিও। এটাই এখন বাংলা টেলিভিশনের নতুন ট্রেন্ড। এই ট্রেন্ডে গা ভাসিয়েই ইদানিং চ্যানেলে চ্যানেলে আসছে নতুন নতুন সিরিয়াল।

এখন আবার অনেকে সময়ের অভাবে ওটিটিতেই দেখে নেন সিরিয়ালের টেলিকাস্ট এপিসোড। বছর বছর বাংলা টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত এই সমস্ত সিরিয়ালের কলা কুশলীদের বিশেষ ভাবে সম্মানিত করার জন্য আয়োজন করা হয় বিভিন্ন অ্যাওয়ার্ড ফাংশনের। প্রত্যেক বছরের মত এবছর মহা সমারোহে আসতে চলেছে জি বাংলার (Zee Bangla) অ্যাওয়ার্ড ফাংশন সোনার সংসার অ্যাওয়ার্ড (Sonar Sansar Award 2024)।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,Mithai,সোনার সংসার অ্যাওয়ার্ড,Sonar Songsar Award,নতুন প্রোমো,New Promo,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত মেগা সিরিয়াল গুলির হাত ধরেই বাংলা জুড়ে ব্যাপক নাম ডাক ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের। দর্শকমহলে তাঁদের জনপ্রিয়তা টলিউড অভিনেতা অভিনেত্রীদের থেকে কোন অংশে কম নয়। এখন আবার অনেক ব্লিড তারকারাও ফিরছেন ছোট পর্দায়। তাই সারা বছর ধরে তাঁরা যে পরিশ্রম করেন তার জন্য তাদের প্রাপ্য সম্মান জানাতে প্রতিবছরই চ্যানেলগুলির তরফে ধুমধাম করে আয়োজন করা হয়ে থাকে জমকালো অ্যাওয়ার্ড ফাংশানের।

আরও পড়ুন: বিয়ের ৩ বছর পর নীল-তৃণার জীবনে এল ‘গুড নিউজ’! সত্যিই মা হচ্ছেন নায়িকা?

জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড-ও তেমনি। কিছুদিন আগেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে সদ্য প্রকাশ্যে আনা হয়েছিল এই অ্যাওয়ার্ড ফাংশানের প্রথম ঝলক। সেখানে দেখা গিয়েছে সিরিয়ালের লুক বদলে একেবারে অন্যরূপে ধরা দিয়েছেন পর্দার জ্যাস-স্বয়ম্ভূ, সৃজন-পর্ণা,মেঘ-নীল,মিলি-অর্জুন সহ ‘আলোর কোলে’র তারকারা।

Sonar Songsar

আর এবার এসে গেল এই অ্যাওয়ার্ড ফাংশানের আরও এক নতুন প্রোমো। অনুষ্ঠান কমে সম্প্রচারিত হবে জানা না গেলেও এদিনের প্রোমোতে দেখা গেল গোটা জি বাংলা পরিবার এক হয়ে মাইল মিশে একাকার। দারুন এক পিকনিকের পরিবেশে সবাই মিলে খাওয়া দাওয়া হৈহুল্লোড়ের ব্যস্ত। এদিনের প্রোমোটে দেখা গেল ‘কার কাছে কই মনের কথা’,’নিম ফুলের মধু’, ‘মিঠিঝোড়া’ এবং ‘কোন গোপনে মন মন ভেসেছে সিরিয়ালের সদস্যদের।