টলিউড,বিনোদন,ধারাবাহিক,টেলিভিশন,গসিপ,নতুন ধারাবাহিক,স্টার জলসা,জি বাংলা,Tollywood,Entertainment,Gossip,Serial,New Serial,Television,Star Jalsa,Zee Bangla,Colors Bangla

Moumita

‘আর একঘেয়েমি নয়’, জি বাংলা এবং স্টার জলসায় আসছে ৮ টি নতুন ধারাবাহিক, রইল টাইম স্লট

টিআরপির ইঁদুর দৌড়ে টিকতে না পেরে একের পর ধারাবাহিককে বন্ধ করছে বাংলা টেলিভিশন‌। পুরোনো যা ছিল তা সমস্তই এখন বন্ধ হওয়ার মুখে। আসলে আজকের ডিজিটাল যুগে হাজারটা অপশন রয়েছে দর্শকদের কাছে। তাই মানুষও আর এই একই ধরণের একঘেয়েমি সাংসারিক কূটকচালি দেখতে চাইছেনা। এমতাবস্থায় পুরনোর বদলে নতুন সিরিয়ালের উপরই বেশি ভরসা রাখছে চ্যানেল কর্তৃপক্ষগুলি।

   

সূত্রের খবর, হারিয়ে যাওয়া টিআরপি ফিরিয়ে আনতেই নাকি মোট ৮ টি নতুন ধারাবাহিক সম্প্রচার হতে চলেছে বাংলা টেলিভিশনে। যার কয়েকটির প্রোমো আমরা ইতিমধ্যেই দেখে ফেলেছি। যার মধ্যে ‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’ এবং ‘বাংলা মিডিয়াম’ অন্যতম। পাশাপাশি এখনও কয়েকটি ধারাবাহিকের প্রোমোর কাজ চলছে।টেলি পাড়ার ঘনিষ্ঠ সূত্রের খবর, স্টার জলসায় ২ টি, জি বাংলায় ৪ টি এবং কালার্স বাংলাতে ২ টি সিরিয়াল অর্থাৎ সবে মিলিয়ে মোট ৮ টি নতুন ধারাবাহিক আসছে।

আসলে দর্শক ধরে রাখতে সব চ্যানেল গুলিই মত্ত হয়েছে নতুন নতুন এক্সপেরিমেন্টে। এর মধ্যে ‘নাগ পঞ্চমী’ নামে একটি ভিন্ন স্বাদের গল্প আনছে স্টার জলসা। এই সিরিয়ালের সম্ভাব্য নায়ক-নায়িকা হল অভিনেত্রী সুস্মিতা দে এবং অভিনেতা রাজদীপ গুপ্ত। সুস্মিতাকে এর আগে আমরা দেখেছি জি বাংলার ‘অপরাজিতা অপু’ এবং স্টার জলসার ‘বৌমা একঘর’ সিরিয়ালে।

এদিকে স্টার জলসার আরো একটি আসন্ন ধারাবাহিক হল ‘বাংলা মিডিয়াম’। এতে দেখা যাবে জি বাংলার অন্যতম হিট জুটি তিয়াশা লেপচা এবং নীল ভট্টাচার্যকে। সম্ভবত ‘মাধবিলতা’র স্লটে (রাত ৮.৩০) দেখানো হবে নীল তিয়াশার এই সিরিয়ালটি। ‘বাংলা মিডিয়াম’কে টক্কর দিতে জি বাংলা নিয়ে এসেছে ‘নিম ফুলের মধু’। রুবেল-পল্লবীর জুটি জায়গা করে নিয়েছে চ্যানেলের প্রাইম স্লটে অর্থাৎ রাত ৮ টায়।

এদিকে টেন্ট সিনেমার অধীনে জি বাংলায় আসছে ‘সোহাগ জল’। দূরে গিয়ে কাছে আসার গল্প বলবে এই ধারাবাহিকটি। হানি বাফনা এবং শ্বেতা ভট্টাচার্যের এই প্রোমো ইতিমধ্যেই হিট। তবে এখানেই শেষ নয়। সুখবর রয়েছে ইন্দ্রনীল চ্যাটার্জী এবং অরুনিমা দে-র ভক্তদের জন্যেও। ‘আয় তব সহচরী’ খ্যাত এই জুটিকে আবার দেখা যাবে ছোটপর্দায়। তবে এবার আর স্টার জলসায় নয়, বরং তাদের দেখা মিলবে জি বাংলায়।

পালাবদলের খেলায় অংশ নিয়েছে কালার্স বাংলাও। সুদীপ্তা রায় এবং বিপুল পাত্রকে নিয়ে আনছে নতুন সিরিয়াল ‘ফেরারি মন’। পাশাপাশি চ্যানেলের আরো একটি নতুন ধারাবাহিকের নাম হল ‘সোহাগ চাঁদ’। যদিও এই ধারাবাহিকের কাস্টিং সম্পর্কে কোন স্বচ্ছ ধারণা এখনই পাওয়া যায়নি। এদিকে সিরিয়াল ছাড়াও জি বাংলা নিয়ে আসছে নতুন একটি ‘গেম শো’। সূত্রের খবর অভিনেত্রী ইন্দ্রানী হালদার এই শো-এর সঞ্চালনা করবেন।