দর্শকদের মনোরঞ্জন দিতে নানান চরিত্র নিয়ে হাজির হন অভিনেতা-অভিনেত্রীরা। আর বর্তমানে সেরার সেরা দুটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে জি বাংলা(Zee Bangla) এবং স্টার জলসা(Star Jalsa)। তারকাদের সন্মান জানাতে প্রতিবছরই জি বাংলার পর্দায় আয়োজিত হয় ‘সোনার সংসার অ্যাওয়ার্ড’ (Sonar Sangsar Award)। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই সম্প্রচারিত হতে চলেছে এই অনুষ্ঠান।
সিরিয়াল প্রেমীদের কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই সেরা অভিনেতা-অভিনেত্রীদের হাতে ওঠে সেরার সেরা পুরস্কার। বিগত অনেকদিন আগেই প্রকাশ্যে এসেছিল এই অনুষ্ঠানের প্রমো। আর তারপর থেকে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। সেরার সেরা পুরস্কার উঠে যাবে কার হাতে সেই নিয়েই জেগেছিল নানান প্রশ্ন।
বৃহস্পতিবার রাতে বসেছিল এই অনুষ্ঠানের আসর। হাজির হয়েছিলেন জি বাংলার পরিবারের সকল সদস্যরা। আর সোশ্যাল মিডিয়ায় এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নানান গুঞ্জন। অনেকেরই মতে, ‘সেরা জুটি’ হিসেবে জ্বলজ্বল করছে জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর নাম। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তর্কাতর্কি।
অনেকেরই মতে সিদ্ধার্থ-মিঠাই অর্থাৎ আদৃত-সৌমিতৃষার জনপ্রিয়তা সবচেয়ে বেশি। কিন্তু সেখানে কিভাবে এই পুরস্কার জিতে নিল জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ? এই প্রশ্নই তুলেছেন মিঠাই ভক্তরা? চ্যানেল কর্তৃপক্ষের ওপর ভীষণ বিরক্ত দর্শকরা। যদিও এই খবর প্রকাশ্যে আসতেই ভীষণ খুশি জগদ্ধাত্রী ধারাবাহিকের ভক্তরা।
জানা যাচ্ছে, চলতি বছর সেরা জুটি তালিকায় ছিলেন পর্ণা-সৃজন, মিঠাই-সিদ্ধার্থ, গৌরী-ঈশান, মিতুল-ইন্দ্র এবং ঊর্মি-সাত্যকি। সেরা ধারাবাহিকের তালিকায় ছিল ‘মিঠাই’, ‘জগদ্ধাত্রী’, ‘গৌরী এলো’ ধারাবাহিক এমনকি তালিকায় জায়গা করে নিয়েছিল ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিক। সেরার সেরা হলেন কে তা জানান যাবে চলতি মাসের শেষ সপ্তাহের রবিবার।