নিউজ শর্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন নতুন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। প্রতি মাসেই বিনোদনগুলো চ্যানেলগুলিতে আসছে কোনো না কোনো নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই জি বাংলার (Zee bangla) পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’। আর এই সিরিয়ালকে জায়গা দিতে ইতিমধ্যেই টেলিভিশনের পর্দা থেকে বিদায় নিয়েছে দর্শকের অত্যন্ত পছন্দের ধারাবাহিক ‘ইচ্ছে পুতুল’।
কথায় আছে সব শূন্যস্থানই পূরণ হয়েই যায়! এক্ষেত্রে ব্যতিক্রম নয় বাংলা সিরিয়াল গুলিও। তাই এক্ষেত্রেও একটা ধারাবাহিক শেষ হতে না হতেই তার জায়গায় চলে আসে নতুন ধারাবাহিক। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে চলেছে জি বাংলার পর্দায়।
এই তো কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে লেখিকা লীনা গাঙ্গুলির ম্যাজিক মোমেন্টসের নতুন ধারাবাহিক ‘অষ্টমী’র (Ashtami) প্রোমো।ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে নতুন ধারাবাহিকের টাইম স্লট। আর তাতেই এবার কোপ পড়েছে জি বাংলার দু’দুটি জনপ্রিয় ধারাবাহিকের ওপর। অষ্টমীকে জায়গা দিতেই মাত্র ছয় মাসেই বন্ধ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিলি'(Mili)।
জানা যাচ্ছে ইতিমধ্যেই চ্যানেল ও প্রযোজনা সংস্থার তরফ থেকে মিলি-র কলাকুশলীদের অন্তিম পর্বের শ্যুটিং শেডিউল জানিয়ে দেওয়া হয়েছে।সূত্রের খবর, এই সপ্তাহের শেষেই শ্যুটিং শেষ হবে মিলির। আর আগামী ৫ই এপ্রিল টেলিভিশনের পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে এই ধারাবাহিক।
আরও পড়ুন: এখনও প্রেম আসেনি! আফসোসের সুর পৰ্দার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার গলায়
অন্যদিকে অষ্টমীকে সন্ধ্যার স্লটে জায়গা দিতেই এবার স্লট হাতছাড়া হতে চলেছে শিমুলের। অর্থাৎ এবার থেকে ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সম্প্রচারিত রাত দশ’টার স্লটে। প্রসঙ্গত প্রমোতে মিলি সিরিয়ালটি দর্শকদের মন জয় করলেও টিআরপি তালিকায় সেভাবে ছা ফেলতে পারেনি । তা ছাড়া রাতের স্লটে চলে যাওয়ার পর এই ধারাবাহিক কোনভাবেই প্রতিপক্ষ চ্যানেলের ‘হরগৌরী পাইস হোটেল’এর সাথে এঁটে উঠতে পারেনি।
তাই অবশেষে টিআরপির অভাবে মাত্র কয়েক মাসেই বন্ধ করে দেওয়া হচ্ছে এই ধারাবাহিক। অন্যদিকে কার কাছে করে মনের কথা ধারাবাহিকের নায়িকা শিমুলের দু নৌকায় পা দিয়ে চলার মানসিকতা ঘিরে রীতিমতো বিরক্ত দর্শক। বিশেষ করে শতদ্রুর প্রতি শিমুলের ব্যবহার একেবারেই মানতে পারছেন না দর্শক।