Papiya Paul

শ্রীদেবী থেকে আমির খান, মুখের ওপর শাহরুখের সঙ্গে সিনেমার অফার রিজেক্ট করেছিলেন এই ৫ তারকা

নিউজশর্ট ডেস্কঃ তিনি বলিউডের বাদশা বলে পরিচিত। তার সঙ্গে অভিনয় করার ইচ্ছে থাকে সকল তারকার। তবে আপনারা জানলে অবাক হবেন সিনেমা ইন্ডাস্ট্রির এমন কিছু তারকা রয়েছেন যারা শাহরুখের সঙ্গে অভিনয়ের প্রস্তাব রিজেক্ট করেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন তারকা বলিউডের কিং খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়েছিলেন?

১) নয়নতারা – এই তালিকায় প্রথমেই রয়েছেন নয়নতারা, ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে আইটেম সঙ্গে কাজ করার জন্য প্রস্তাব পান তিনি। কিন্তু সেই অফার তিনি ফিরিয়ে দিয়েছিলেন। যদিও এর পেছনে কারণ ছিল নয়নতারার প্রাক্তন প্রেমিক প্রভুদেবা। কারণ চেন্নাই এক্সপ্রেস ছবিতে অভিনয়ের প্রস্তাবে রাজি হলে নয়নতারাকে তার প্রাক্তন প্রেমিকের ভাইয়ের সঙ্গে কাজ করতে হতো। তাই অভিনেত্রী এই অফার ফিরিয়েছিলেন।

২) আমির খান- শাহরুখের ব্লকবাস্টার হিট সিনেমা ‘ওম শান্তি ওম’-এর অতিথিশিল্পী হিসাবে অফার করা হয়েছিল আমির খানকে। কিন্তু সে অফার ফিরিয়েছিলেন তিনি। এর কারণ হিসেবে আমির অবশ্য জানিয়েছিলেন, সিনেমার শুটিংয়ের কাজে এত ব্যস্ত তাই একটুও সময় দিতে পারবেন না।

৩) করিশ্মা কাপুর- ‘দিল তো পাগল হে’ ছবিতে শাহরুখের সঙ্গে মাধুরী দীক্ষিতের পাশাপাশি করিশ্মা কাপুরকে দেখা গিয়েছিল। কিন্তু ‘কুচ কুচ হোতা হে’ সিনেমায় করিশ্মাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তবে শুধু তিনি নন, এই ছবির অফার ফিরিয়েছিলেন টুইংকেল খান্না,উর্মিলা মাতন্ডকর, তাবু এবং রবীনা ট্যান্ডন।

Karishma Kapoor

৪) শ্রীদেবী-জিরো ছবিতে অতিথি শিল্পী হিসাবে শ্রীদেবীকে অভিনয় করতে দেখা গিয়েছিল। কিন্তু শাহরুখের সময় সঙ্গে এক ছবিতে কাজের অভিনয় একসময় ফেরান তিনি। ‘ডর’ ছবিতে নায়িকার ভূমিকায় তার জন্য অফার দেওয়া হলেও তিনি সেই অফার রিজেক্ট করেন।

sridevi bollywood actor biography suresh natarajan

৫) আমিশা প্যাটেল- শাহরুখের ছবি ‘চালতে চালতে’তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল আমিশা পাটেলকে। কিন্তু নিজের ব্যস্ততার কারণে সেই ছবি থেকে সরে দাঁড়ান অভিনেত্রী। পরে এই ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বাঁধেন রানী মুখার্জি।