Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,নতুন সিরিয়াল,New Serial,আলোর কোলে,Alor Kole,মিঠিঝোড়া,Mithijhora,রিভিউ,Review,বিনোদন,Entertainment,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

অনুরাগের ছোঁয়ার একচেটিয়া রাজত্ব শেষ! TRP-তে ঝড় তুলতে হাজির ‘মিঠিঝোড়া’ আর ‘আলোর কোলে’

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এখন সবারই পাখির চোখ টিআরপি (TRP) তালিকা। এই টিআরপি দৌড়ে  এগিয়ে থাকতেই এখনকার প্রত্যেক বিনোদনমূলক চ্যানেলের মধ্যে চলতে থাকে একধরনের ঠান্ডা লড়াই। এই টিআরপি তালিকায় একটু এদিক থেকে ওদিক হলেই স্লট পাল্টে দিচ্ছে অধিকাংশ চ্যানেল কর্তৃপক্ষ। আবার দিনের পর দিন টিআরপি তালিকায় কোন স্লট না পেলেও চিরকালের মতো বন্ধ করে দেওয়া হচ্ছে সেই সিরিয়াল।

পরিবর্তে জায়গা নিচ্ছে এক ঝাঁক নতুন বাংলা সিরিয়াল। স্টার জলসা থেকে জি বাংলা বাংলা (Zee Bangla) প্রত্যেকটা বিনোদনমূলক চ্যানেলেই এখন এই একই ছবি। তাই এখনকার দিনে সিরিয়াল শেষ হওয়া কিংবা শুরু হওয়া সবটাই একেবারে জল ভাতে পরিণত হয়েছে। তাই প্রায় প্রতিমাসেই যেমন এক ঝাঁক সিরিয়াল শেষ হচ্ছে তেমনই শুরু হচ্ছে নতুন সিরিয়াল (New Serial)।

সদ্য জি বাংলার পর্দায় শেষ হয়েছে দু-দুটি জনপ্রিয় বাংলা সিরিয়াল ‘খেলনা বাড়ি’ আর ‘গৌরী এলো’। এবার পর্দার গৌরী আর মিতুলের জায়গা নিয়ে জি বাংলার পর্দায় শুরু হয়েছে দুটি ভিন্ন স্বাদের বাংলা সিরিয়াল ‘আলোর কোলে’ আর ‘মিঠিঝোড়া’ (Alor Kole & Mithijhora)। এই দুটি নতুন সিরিয়াল দেখার পর সমাজ মাধ্যমে উপচে পড়েছে দর্শকদের প্রতিক্রিয়া।

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,নতুন সিরিয়াল,New Serial,আলোর কোলে,Alor Kole,মিঠিঝোড়া,Mithijhora,রিভিউ,Review,বিনোদন,Entertainment,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

কৌশিক রায়, স্বীকৃতি মজুমদার এবং সোমু সরকার-সহ তারকাখচিত সিরিয়াল ‘আলোর কোলে’ নিয়ে একজন দর্শক লিখেছেন ‘আলোর কোলে সিরিয়ালের প্রথম এপিসোড জাস্ট ওয়াও। কাহিনীটাও মন ছুঁয়ে যাওয়ার মত। মা মরা মেয়ের গল্প। কৌশিকদা, স্বীকৃতি দি, সমু দি সবাই খুব ভালো এবং আমাদের ছোট্ট তারার অ্যাক্টিং খুব ভালো লাগলো।  স্বীকৃতি দি থাকায় সিরিয়ালটা দেখার প্রতি আকর্ষণ আরো অনেক বেড়ে গেছে। আশা করি খুব ভালো টিআরপি দেবে।  ভবিষ্যতে জি বাংলার মোস্ট পপুলার সিরিয়াল হবে আলোর কোলে। বেস্ট অফ লাক টিম আলোর কোলে। অনেক অনেক শুভকামনা রইল।’

আরও পড়ুন: গুড্ডি অতীত! জল্পনাকে সত্যি করেই শ্বেতার সাথে নতুন পথ চলা শুরু ‘অনুজ’ রণজয়ের
অন্যদিকে তেমনি আরাত্রিকা মাইতি, দেবাদৃতা বসু এবং স্বপ্নিলা চক্রবর্তী অভিনীত তিন বোনের সিরিয়াল মিঠিঝোড়া নিয়ে দর্শকদের মন্তব্য ‘মিঠিঝোরা প্রথম এপিসোড বেশ সুন্দর। তিন বোনের চরিত্র গুলো সুন্দর। তাদের দাদা বোনদের খুব ভালোবাসে। নায়ক টা সত্যিই রাই কে ভালোবাসে। নায়ক টার। অভিনয় প্রথমবার দেখলাম। সবমিলিয়ে ভালো আর বেশ গোছানো এপিসোড। প্রথম দিন নায়িকার পরিবারের সদস্যদের দেখিয়ে দিল সবাই কে।’

Bengali Serial,বাংলা সিরিয়াল,Zee Bangla,জি বাংলা,নতুন সিরিয়াল,New Serial,আলোর কোলে,Alor Kole,মিঠিঝোড়া,Mithijhora,রিভিউ,Review,বিনোদন,Entertainment,Bangla Khobor,বাংলা খবর,Tollywood,টলিউড,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

অপর একজন লেখিকার প্রশংসায় লিখেছেন ‘প্রথম পর্ব মন কাড়ল। কি অসম্ভব গভীরতা এক একটি চরিত্রে! কী শক্তভাবে বাঁধা চিত্রনাট্য! এটাই বোধহয় লীনা গাঙ্গুলির সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য। সর্বোপরি, সাদামাটা পরিবেশ এবং চরিত্রগুলো গল্পটিতে প্রাণ প্রতিষ্ঠা করেছে। গল্পের গুণমান ভবিষ্যতে কী হবে জানিনা, তবে চিত্রনাট্য ও উপস্থাপনা এইরকমই মানসম্মত থাকুক এটাই কাম্য।’

Avatar

anita

X