শিমুলকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করল পরাগ! ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র নতুন পর্ব

নিউজশর্ট ডেস্কঃ শুরু থেকেই বিতর্কের কেন্দ্রে রয়েছে ‘জি বাংলা’র(Zee Bangla) সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা'(Kar Kache Koi Moner kotha)। শ্বশুরবাড়িতে বৌমার প্রতি অত্যাচারের কাহিনী দেখানো হয়েছে এই ধারাবাহিকে(Bengali Serial)। বর্তমান সময়ে দাঁড়িয়ে শাশুড়ি বৌমার ওপর গায়ে হাত তোলা, স্বামীর গায়ে হাত তোলা, দেওরের আক্রমণ এইসব নিয়ে জমে উঠেছে সিরিয়াল। যদিও দর্শকের মধ্যে অনেকেই পছন্দ করছে না এই কাহিনীর গল্প।

তবে শুরুর দিকে টিআরপি তালিকায় এন্ট্রি না নিতে পারলেও গত সপ্তাহে দুর্দান্ত রেজাল্ট করেছে এই ধারাবাহিক। বর্তমান সময়ে একজন নববধূর জীবনের খারাপ পরিস্থিতিগুলো এই সিরিয়ালের মধ্য দিয়ে দেখিয়েছেন নির্মাতারা। যারা এই সিরিয়াল দেখেন তারা জানেন যে শিমুল তার স্বামী এবং শাশুড়ির নির্দেশ না মেনে পাড়ার অনুষ্ঠানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সেখানে ঘোমটা টেনে দর্শকদের সামনে নাচ করে সবার মন জয় করে নেয় শিমুল। তাই কেউ বুঝতে পারে না যে ঘোমটার আড়ালে কে ছিল। এবার যখন পুরষ্কার দিতে স্টেজে ওঠে তখন সবটা জেনে যায় শিমুলের শ্বাশুড়ি। নিজের বৌমাকে দেখে খুব রেগে যায় পরাগের মা। এমনকি সকলের সামনেই তাকে জোরে চড় মারে। এই ঘটনার সঙ্গে সঙ্গেই প্রতিবেশী বন্ধুরা শিমুলের হয়ে প্রতিবাদ করে ওঠে।

এবার এর পরবর্তী পর্বে দেখানো হবে, বাড়ির সকলেই এই কাজের জন্য শিমুলকে অপমান করেছে। এমনকি পরাগের মা বলে যে সে শিমুলের সাথে সংসার করতে পারবে না। তাই তখন পলাশ বলে ওঠে শিমুলের জন্য তার মা কেন বাড়ি ছেড়ে যাবে? আর এই কথা শুনে পরাগ শিমুলকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে বলে। এবার সত্যিই কি বাড়ি ছাড়া হয়ে যাবে শিমুল? নাকি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শিমুল? তা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্ব দেখতে হবে দর্শকদের।

Papiya Paul

X