Arijit

বিধায়ক হিসেবে প্রাপ্য বেতনের অঙ্ক শুনে চক্ষু চড়ক গাছ চন্দনা বাউড়ির, ভেবেই পাচ্ছেন না কি করবেন ওই টাকায়

বিজেপির বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই সবথেকে বেশি চর্চা হয়েছিল বিজেপি প্রার্থী চন্দনা বাউরিকে নিয়ে। পেশায় একজন রাজমিস্ত্রিকে প্রার্থী করেছিল বিজেপি। তিনি ভোটে জিতে শালতোড়ের বিধায়ক হয়েছেন। তবে ভোটে জিতলেও রাজনীতি সম্বন্ধে তার খুব একটা ধারণা নেই। আর তাই একজন বিধায়ক কত টাকা বেতন পায় সেটা তিনি জানতেন না। এক সাংবাদিকের কাছে জানতে পেরেছেন বিধায়করা 82 হাজার টাকা বেতন পান। তারপরই তিনি কার্যত অবাক হয়ে গেছেন। তিনি জানিয়েছেন, “এত বিশাল পরিমাণ টাকা আমার প্রয়োজন নেই, এই টাকা আমি জনগনের সেবায় কাজে লাগাবো।”