অফবিট,অনুপ্রেরণামূলক কাহিনী,কেরালা,কুট্টিয়াম্মা Offbeat,Inspirational Story,Kerala,Kuttiyamma

Papiya Paul

স্কুলে যাওয়ার সুযোগ হয়নি কোনোদিন! ১০৪ বছর বয়সে পরীক্ষায় বসে ৮৯ শতাংশ নম্বর পেয়ে প্রথম হলেন বৃদ্ধা

কোন কিছু শেখার কোন বয়স হয় না। নিজের মনের ইচ্ছে থাকলে আর কঠিন অধ্যবসায়র মাধ্যমে যেকোনো কিছু যেকোনো বয়সেই শেখা যায়। আর এমন ঘটনার প্রমাণ মিলেছে বহুবার। কিছুদিন আগেই এই ঘটনার আবারো প্রমাণ দিয়েছেন ১০৮ বছরের এক বৃদ্ধা। তিনি হয়ে উঠেছেন সকলের অনুপ্রেরণা। এই বৃদ্ধা হলেন কেরালার(Kerala) বাসিন্দা ১০৪ বছর বয়সী কুট্টিয়াম্মা(Kuttiyamma)। কেরালা সরকার রাজ্যজুড়ে সাক্ষরতা অভিযান চালিয়েছে।

   

সেখানে এই বয়সে এসেও পড়াশোনা শুরু করেন তিনি। আর পরীক্ষাতে তিনি শুধু উত্তীর্ণ হননি, এর সাথে ৮৯ শতাংশ নম্বর পেয়ে সকলকে চমকে দিয়েছেন। এই প্রচেষ্টার আসল উদ্দেশ্যই ছিল ওই পঞ্চায়েত এলাকার সকল মানুষকে শিক্ষার আলোয় শিক্ষিত করে তোলা। সেখানে কুট্টিয়াম্মা সহ আরো অনেক মানুষ উপস্থিত ছিলেন। তারা সকলেই নিজেদের শিক্ষিত করে তোলার জন্য পড়াশোনা করেছেন।

তাদের মধ্যে সকলকে চমকে দিয়ে দুর্দান্ত রেজাল্ট করেন তিনি। এই বৃদ্ধা চেয়েছিলেন যে কোনো উপায়ে পরীক্ষায় উতীর্ণ হতে। আর তাই পরীক্ষার কয়েকমাস আগে তিনি টিউশন নেওয়াও শুরু করেন। এরপর কঠোর পরিশ্রমের জেরে ৮৯ শতাংশ নাম্বার নিয়ে পরীক্ষায় পাশ করেন তিনি। তার এই কঠিন অধ্যাবসায় ও মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন পুরো দেশ। আবার কেরালা রাজ্যের শিক্ষামন্ত্রী ভি শিবকুট্টি নিজের টুইটে তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

তার ব্যক্তিগত জীবন কাহিনী ওত সুখের ছিল না। মাত্র ১৬ বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। পড়াশুনাও করতে পারেননি তিনি। কিন্তু ছোটবেলায় পড়াশুনা শেখার প্রবল ইচ্ছা ছিল তার। তাই এই বয়সে যখন আবার পড়াশোনার সুযোগ পেলেন সেই সুযোগ আর হাতছাড়া করেননি তিনি।