নিউজশর্ট ডেস্কঃ প্রতিসপ্তাহের বৃহস্পতিবার টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হলেও এবার ঈদ থাকায় একটু দেরি হয়েছে। যে কারণে দর্শকদের মধ্যেও উৎকণ্ঠা বেড়েই চলেছিল। টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকায় কে থাকবে এগিয়ে? এই নিয়েই চিন্তা। কারণ একটু এদিক থেকে ওদিক হলেই যে আজকাল বন্ধ হয়ে যাচ্ছে ধারাবাহিক। তবে চিন্তা নেই, এবার প্রকাশ্যে এসেছে লেটেস্ট টিআরপি তালিকা।
আগের তুলনায় এখন টিআরপি কিছুটা কমই থাকে। এরজন্য অনেকেই ওটিটিতে সিরিয়াল দেখা বা পাইরেসিকে দুষেছেন। তবে নাম্বার কমলেও সেরা দশের তালিকা দেখার জন্য অপেক্ষায় থাকেন সকলেই। ইতিমধ্যে যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে গতবারের মত এবারেও ;ফুলকি’ (Fulki) বেঙ্গল টপার হয়ে গিয়েছে। এসপ্তাহে ফুলকির ঝুলিতে রয়েছে ৬.৭ পয়েন্ট। এর ঠিক পরেই ৬.৫ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে আছে সৃজন-পর্ণার কাহিনী ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)।
তৃতীয় স্থানে রয়েছে ‘কোন গোপনে মনের মন ভেসেছে’। নকল সিঁথিতে সিঁদুর পড়ানো দেখিয়ে এসপ্তাহে ব্যাপক চর্চায় ছিল ধারাবাহিকটি। সেরা তিনের স্থানে জি বাংলা থাকলেও চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার কথা ধারাবাহিক। এসপ্তাহে ৫.৯ পয়েন্ট পেয়েছে পাচক মশাই ও গোবরদেবীর কাহিনী। বাকিদের কারা কোথায়? তাছাড়া যে ধারাবাহিকগুলি শেষ হচ্ছে সেগুলোরই বা কত নাম্বার এল ? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকাঃ
আরও পড়ুনঃ অভিনয়ে আসার আগেই পাল্টেছিলেন নাম! ‘রঞ্জা’ অভিনেত্রী ইধিকার আসল নাম কি জানেন?
সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)
ফুলকি – ৬.৭
নিম ফুলের মধু – ৬.৫
কোন গোপনে মন ভেসেছে – ৬.৩
কথা – ৫.৯
জগদ্ধাত্রী – ৫.৩
অনুরাগের ছোঁয়া, জল থই থই ভালোবাসা – ৫.১
গীতা LLB – ৫.০
বঁধুয়া – ৪.৭
রোশনাই, উড়ান – ৪.৪
আলোর কোলে – ৪.৩
সেরা দশের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি। তবুও আচমকা সেটা শেষের ঘোষণা করা হয়েছে, সেই কারণেই অপরাজিতা আঢ্য মুখ খুলেছিলেন। তবে একাধিক ধারাবাহিক যেমন শেষ হচ্ছে তেমনি আগামী সপ্তাহ থেকেই শুরু হচ্ছে ‘পুবের ময়না’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। আগামী দিনে নতুন মেগাগুলি কেমন পারফর্ম করে সেটাই এখন দেখার অপেক্ষা।