27th June Bengali Serial TRP List Neem Phooler Madhu first see complete chart

Partha

শুরুতেই ছক্কা হাঁকাল ‘শুভ বিবাহ’! কত পেল ফুলকি-পর্ণা? দেখে না নিন চমকে দেওয়া TRP তালিকা

নিউজশর্ট ডেস্কঃ ক্যালেন্ডারে বৃহস্পতিবার মানেই সিরিয়ালের তারকা থেকে শুরু করে দর্শক সকলের হার্টবিট বেড়ে যায়।  কেন? কারণ এই এদিনেই যে বাংলা ধারাবাহিকের টিআরপি (Bengali Serial TRP) তালিকা প্রকাশ্যে আসে। যেখানে নাম্বার ভালো হলে  বাঁচোয়া, কিন্তু কম হলেই মুশকিল। বিশেষ করে বিগত কয়েক সপ্তাহে যে হারে সিরিয়াল বন্ধ হচ্ছে তাতে কখন যে কি হয় বলা বেশ মুশকিল। এসবের মাঝেই হাজির এসপ্তাহের টার্গেট রেটিং পয়েন্টের চার্ট।

   

গত সপ্তাহে ফুলকি (Fulki) সেরা হলেও এসপ্তাহে ঘুরে গেছে খেলা। ফুলকি নয় বরং বর্ষাকে খোঁজার দুর্ধর্ষ সব পর্ব দেখিয়ে বেঙ্গল টপার হয়েছে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। সৃজন-পর্ণা জুটির ঝুলিতে এসেছে ৭.২ পয়েন্ট। অবশ্য খুব একটা পিছিয়ে নেই ফুলকি, এসপ্তাহে ৭.০ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানেই রয়েছে ধারাবাহিকটি।

এরপর অভিনব নকল চুলের সিঁথিতে সিঁদুর পরানো দেখিয়ে ৬.৭ পয়েন্ট পেয়েছে কোন গোপনে মন ভেসেছে। সুতরাং এসপ্তাহে শ্যামলী-অনিকেতের জুটি রয়েছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে আছে কথা, যে কিনা পাচক মশাইকে নিয়ে জেঠুর খুঁজের রহস্য উদ্ঘাটন করতে ফ্যাক্টরিতে হাজির হয়েছে। কথার ঝুলিতে রয়েছে ৫.৯ পয়েন্ট। তাহলে কারা রইল সেরা দশে? নতুন মেগারই বা ফল কেমন? চলুন দেখে নেওয়া যাক সেরা দশ সিরিয়ালের তালিকা।

21st June Bengali Serial Target Rating Point list Phulki first see complete TRP List

আরও পড়ুনঃ গাঁটছড়ার পর ‘তেঁতুলপাতা’য় কামব্যাক গৌরবের! নায়িকা কে? প্রকাশ্যে নতুন মেগার প্রথম প্রোমো

সেরা দশ সিরিয়ালের TRP তালিকাঃ (Bengali Serial Target Rating Point List)

নিম ফুলের মধু – ৭.২
ফুলকি – ৭.০
কোন গোপনে মন ভেসেছে – ৬.৭
কথা – ৫.৯
জগদ্ধাত্রী – ৫.৮

গীতা LLB – ৫.৭
শুভ বিবাহ – ৫.৪
অনুরাগের ছোঁয়া – ৫.৩
উড়ান – ৫.০
রোশনাই – ৪.৯

টিআরপি লিস্ট দেখলেই বোঝা যাচ্ছে শুরুতেই ধামাকাদার পারফর্মেন্স দিয়েছে ‘শুভ বিবাহ’। অন্যদিকে উড়ান ও রোশনাই দুই নতুন মেগাও সেরা দশে আছে, তবে শেষের দিকে। এদিকে আরও এক নতুন মেগার প্রোমো প্রকাশ্যে এসেছে। ষ্টার জলসার পর্দায় আসতে চলেছে ‘তেঁতুলপাতা’, যেখানে ‘গাঁটছড়া’ খ্যাত গৌরব চট্টোপাধ্যায়কে দেখা যেতে পারে ‘মন দিতে চাই’ এর নায়িকা অরুণিমা হালদার। তবে এখনও অফিসিয়াল কাস্ট ঘোষণা করা হয়নি।