নিউজশর্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই দর্শকদের হার্টবিট বেড়ে যায়। কারণ এই দিনেই যে বাংলা ধারাবাহিকের টিআরপি (Serial TRP) তালিকা প্রকাশ্যে আসে। তবে এসপ্তাহের TRP আরেকটু বেশিই গন্ডগোলের। কেন? কারণ যে হারে হুড় মুরিয়ে মেগা শেষ হয়েছে তেমনি নতুনও চালু হয়েছে। যার জেরে রাতে ৪৫ মিনিটেই সম্প্রচারিত হচ্ছে দুটি সিরিয়াল।
কি অবাক হলেন? চিন্তার কিছু নেই হিসেবে একটু ওলটপালট হয়েছে ঠিকই তবে কার জনপ্ৰিয়তা কত সেটা ঠিকই বোঝা যাবে চার্ট দেখলে। আসলে টি২০ ওয়ার্ল্ড কাপের জেরে এমনিতেই টিআরপি কমছিল। তাই বিগত কয়েক মাসে প্রচুর সিরিয়াল বন্ধ হয়েছে। তবে শুরু থেকে আজও সুপারহিট ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। তাই তো এবারের টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় বেঙ্গল টপার সৃজন-পর্ণা জুটি। এসপ্তাহে ৭.৭ নম্বর সহ প্রথম স্থানে রয়েছে নিম ফুলের মধু।
অল্পের জন্য পিছিয়ে গিয়েছে ফুলকি, এবারে তার প্রাপ্ত পয়েন্ট ৭.৫। তৃতীয় স্থানে রয়েছে অনিকেত-শ্যামলীর জুটি। ৬.৩ পয়েন্ট পেয়েছে কোন গোপনে মন ভেসেছে। তারপর চতুর্থ স্থানে আছে জগদ্ধাত্রী, পেয়েছে ৬.১ পয়েন্ট। সম্প্রতি গল্পে দেখা যাচ্ছে কাঁকনকে কিডন্যাপ করে নিয়েছে গুন্ডারা। ব্দুল মুক্তি পণ আর পালানোর রাস্তা চেয়েচিল তাঁরা। তবে কি জগদ্ধাত্রী এদের ধরে শাস্তি দিতে পারবে? জানতে হল দেখতে চোখ রাখুন টিভির পর্দায়। এবার চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের টিআরপি তালিকা।
আরও পড়ুনঃ অবশেষে বৌয়ের ইচ্ছা পূরণ, মধুচন্দ্রিমায় রোম্যান্সে মজলেন ‘কাঞ্চন-শ্রীময়ী’, দেখুন ভাইরাল ছবি ও ভিডিও
সেরা ১০টি বাংলা সিরিয়ালের টিআরপি (Top 10 Bengali Serial TRP Point List)
নিম ফুলের মধু – ৭.৭
ফুলকি – ৭.৫
কোন গোপনে মন ভেসেছে – ৬.৩
জগদ্ধাত্রী – ৬.১
কথা – ৬.০
শুভ বিবাহ ও অনুরাগের ছোঁয়া (৪৫ মিনিট) – ৫.৬
গীতা LLB – ৫.৫
উড়ান – ৫.৩
রোশনাই – ৫.২
বঁধুয়া – ৪.৯
উপরের টিআরপি তালিকা দেখলেই বোঝা যাচ্ছে শুরু থেকেই বেশ জনপ্রিয়তা পাচ্ছে শুভ বিবাহ। যৌথভাবে ৪৫ মিনিটে সম্প্রচার হচ্ছে ঠিকই তবে সোজা সেরা ছয়ের মধ্যে চলে যাওয়াটাও কিন্তু বেশ কঠিন। তাই আগামী দিনে কি হয় সেটাই এখন দেখার।