Sreemoyee Chattoraj Kanchan Mallick enjoying Honeymoon Viral Photos and Video

অবশেষে বৌয়ের ইচ্ছা পূরণ, মধুচন্দ্রিমায় রোম্যান্সে মজলেন ‘কাঞ্চন-শ্রীময়ী’, দেখুন ভাইরাল ছবি ও ভিডিও

নিউজশর্ট ডেস্কঃ টলিপাড়ার জুটি শ্রীময়ী চট্টরাজ ও কাঞ্চন মল্লিক (Sreemoyee Chattoraj & Kanchan Mallick) একপ্রকার চর্চায় রয়েছেন সর্বদাই। এই তো কিছুদিন আগেই ছিল অভিনেত্রীর জন্মদিন। সেদিন ভালোবাসা প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলেন বিধায়ক তথা অভিনেতা স্বামী। তবে এবার বিয়ের পর থেকে আসা অভিযোগ মিটিয়ে দিলেন কাঞ্চন মল্লিক। হ্যাঁ ঠিকই ধরেছেন এতদিনে মধুচন্দ্রিমায় (Kanchan-Sreemoyee Honeymoon) গেলেন কাঞ্চন-শ্রীময়ী।

গত মঙ্গলবার স্ত্রী শ্রীময়ীকে নিয়ে একান্তে এক ওয়াটার ভিলায় সময় কাটালেন কাঞ্চন। এরপর সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবিও শেয়ার করে নিয়েছেন। যা নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবির পাশাপাশি ভিডিওতে দেখা যাচ্ছে ব্ল্যাক বিকিনি পরিহিত শ্রীময়ীর সাথে খালি গায়ে জলকেলিতে ব্যস্ত অভিনেতা। ভিডিওটি সাথে সাথেই ভাইরাল, সাথে নানা মন্তব্য ধেয়ে আসতে শুরু করেছে।

‘লাভ ইস ইন দি এয়ার’ ক্যাপশন দেওয়া ভিডিও দেখার পর কেউ বলছেন, ‘৫০ পেরিয়েও কাঞ্চন যেন তরুণ আর রোমান্টিক হয়ে উঠেছেন’। তো কারোর মতে, হানিমুনে জমজমাট কাঞ্চন-শ্রীময়ীর রোম্যান্স। কিন্তু হানিমুনে কোথায় গেলেন কাঞ্চন-শ্রীময়ী? যদিও আলাদা করে নাম উল্লেখ নেই, তবে ছবি ও ভিডিও দেখেই নেটিজেনরা বুঝে গিয়েছেন জায়গাটি কোথায়।

আরও পড়ুনঃ ১৯ বছরেই কাঁপাচ্ছেন টেলি পাড়া! বেঙ্গল টপার ‘ফুলকি’র জন্য দিব‍্যানীর পারিশ্রমিক কত জানেন?

বলিউড তথা সেলিব্রিটিদের খুবই পছন্দের হলিডে ডেস্টিনেশন হল মালদ্বীপ। সেখানেই এই ধরণের ওয়াটার ভিলা দেখা যায়, যেখানে সমুদ্রের নীল জলরাশির মাঝে রয়েছে ঘর। জানলে অবাক হবেন এই ভিলাগুলিতে থাকার এক রাতের খরচ কমপক্ষে ৫০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। তবে ওয়াটার ভিলার সৌন্দর্য্য সত্যিই মনমুগ্ধকর সেটাও স্বীকার করতেই হবে।

প্রসঙ্গত, এর আগে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রীময়ী জানান, ‘বিয়ের পর ৫-৬ মাস কেটে গেলেও হানিমুন হয়নি। সেই কারণে বেশ ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন তিনি। তবে কাঞ্চন জানিয়েছিলেন, ‘এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলেই মন খুশি হয়ে যাবে’। সোশ্যাল মিডিয়াতে আসা একেরপর এক ছবি ও ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে বৌকে দেওয়া কথা রেখেছেন কাঞ্চন মল্লিক।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X