Travel

anita

ঠিক যেন প্রকৃতির নিজের হাতে তৈরী জল রঙের অ্যালবাম! ঘুরে আসুন কলকাতার পাশের শহরের এই ৫ টি লোকেশনে

নিউজ শর্ট ডেস্ক: দক্ষিণ ভারতের চেন্নাই মানেই নৈস্বর্গিক সৌন্দর্য্যের সম্ভার। এখানেই রয়েছে ভারতের স্কটল্যান্ড। ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত চেন্নাইয়ের (Chennai) নীলগিরি পর্বতের কোলেই সাজানো রয়েছে সবুজ ঘেরা এক গুচ্ছ পাহাড়ি স্টেশন। শহরের কংক্রিটের জঙ্গল থেকে ক্ষনিকের শান্তি পেতে হলে এই শীতেই ঘুরে আসুন এই ৫ টি জনপ্রিয় হিল স্টেশন (Hill Station) থেকে।

   

উটি:

Travel,ভ্রমণ,Chennai,চেন্নাই,পাহাড়ি জায়গা,Hill Station,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

দক্ষিণ ভারতের শৈলশহরের কথা উঠলে প্রথমেই আসে একটাই নাম তা হল উটি। রোমান্টিক আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর শৈলশহর উটিকে  ভারতের স্কটল্যান্ড-ও বলা হয়। নীলগিরি পাহাড়ে অবস্থিত এই শহর চেন্নাইয়ের অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান। নীলগিরি মাউন্টেন রেলওয়ে, উটি লেক, এবং বোটানিক্যাল গার্ডেন হল এখানকার আইকনিক ল্যান্ডমার্ক। উটি নব বিবাহিত দম্পতিদের হানিমুন বা রোম্যান্টিক ট্যুরের জন্য আদর্শ স্থান।

ইয়েলাগিরি পাহাড়:

Travel,ভ্রমণ,Chennai,চেন্নাই,পাহাড়ি জায়গা,Hill Station,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

তামিলনাড়ুর ভেলোর জেলায় অবস্থিত, ইয়েলাগিরি চেন্নাইয়ের অন্যতম জনপ্রিয় শৈল শহর। চেন্নাই থেকে এই শহরের দূরত্ব মাত্র ২৩০ কিলোমিটার। সবুজ উপত্যকা আর চা বাগানে ঘেরা ইয়েলগিরি খুবই শান্ত একটি পাহাড়ি স্টেশন। পূর্ব কচ্ছের অংশ পাহাড়ি গ্রাম ইয়েলাগিরির সৌন্দর্য্য পর্যটকদের সমস্ত ক্লান্তি দূর করে দেয় নিমেষে। পুঙ্গানুর লেক, স্বামীমালাই পাহাড় এবং জলগামপারাই জলপ্রপাত হল ইয়েলাগিরির জনপ্রিয় দর্শনীয় স্থান। ইয়েলাগিরি পর্বতশ্রেণী হওয়া সত্ত্বেও রক ক্লাইম্বিংয়ের জন্যও বিখ্যাত।

আরও পড়ুন: দীঘা পুরী ভুলে ঘুরে আসুন এই পাহাড়ি জঙ্গলে, কলকাতা থেকে মাত্র ৭ ঘন্টা দূরে

কোড়াইকানাল

Travel,ভ্রমণ,Chennai,চেন্নাই,পাহাড়ি জায়গা,Hill Station,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

তামিলনাড়ুর পাহাড়ি শহর কোড়াইকানালতামিল ভাষায় এই নামটির অর্থ “বনের উপহার”। চেন্নাইয়ের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত কোড়াইকানাল না দেখলেই কিন্তু চরম মিস। যে দিকে চোখ যায় সেদিকেই যেন শুধু জল রঙের অ্যালবাম। এ কুয়াশা ঢাকা পাহাড় আর  আদিম হ্রদ এই এলাকার নৈস্বর্গিক সৌন্দর্য্যের সাক্ষী বহন করে চলেছে জগ জগ ধরে। তাই অনেকেই কোড়াইকানালকে পাহাড়ের  রাজকুমারী বলে থাকেন। কোড়াইকানালের  শীতল জলবায়ু, মনোরম ল্যান্ডস্কেপ এবং কোডাই হ্রদ, কোকারস ওয়াক এবং পিলার রকস-ই হল পর্যটকদের কাছে মূল আকর্ষণ।

কুন্নুর

Travel,ভ্রমণ,Chennai,চেন্নাই,পাহাড়ি জায়গা,Hill Station,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

নীলগিরি পাহাড়ে অবস্থিত কুন্নুর দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটনকেন্দ্র। শান্ত ও নিরিবিলি পরিবেশের কুন্নুর এলাকায় উপচে পড়ে ভ্রমণ পিপাসু পর্যটক থেকে শুরু করে একাধিক ট্র্যাভেল ভ্লগারদের ভীড়।  কুন্নুর প্রায় ১,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। সবুজে মোড়া কুন্নুর মূলত বিখ্যাত তার চা বাগানের জন্য। এছাড়াও রয়েছে চা বাগানের মাঝে ভিউ পয়েন্ট, ঝর্না। এছাড়াও রয়েছে  ডলফিন নোজ় ভিউ পয়েন্ট, সিমস পার্ক, ল্যাম্বস রক, লস ফলস ইত্যাদি। এসব ছাড়াও কুন্নুরের অন্যতম আকর্ষণ প্রায় ৫০০ বছরের পুরনো মরিয়ম্মান মন্দির।

আরও পড়ুন: রোজ ‘ট্রেন লেট’-এর সমস্যায় জেরবার! এবার হাওড়া ও শিয়ালদহতে এই নতুন পরিষেবা চালু করছে রেল

কোটাগিরি

Travel,ভ্রমণ,Chennai,চেন্নাই,পাহাড়ি জায়গা,Hill Station,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

নীলগিরি পর্বত মালা একেবারে অন্য রূপে ধরা দিয়েছে এই এলাকায়। পাহাড়ি এই জনপদের দূরে আলপনার মতো আঁকা রয়েছে একাধিক পাহাড়। এই পাহাড়ি এলাকায় বাস করেন প্রাচীন কোটা উপজাতি। তাই কোটাদের বাসভূমির নাম কোটাগিরি। এর উচ্চতা প্রায় ১০৫০ মিটার। কোটাগিরি মূলত  চা বাগান, ট্রেকিং ট্রেইল এবং কোদানাদ ভিউ পয়েন্টের জন্য বিখ্যাত। কোটাগিরি থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত এই ভিউ পয়েন্ট থেকে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার সঙ্গমক্ষেত্র দেখলেই চোখ জুড়িয়ে যায়।