Arijit

বাতিল ম্যাঞ্চেস্টার টেস্ট, কি হবে সিরিজের ভাগ্য? এগিয়ে থেকেও কি খালি হাতে ফিরবে বিরাটরা!

অবশেষে জল্পনায় সত্যি হল। বাতিল হয়ে গেল ভারত বনাম ইংল্যান্ড এর পঞ্চম টেস্ট ম্যাচ। ম্যানচেস্টার হতে চলা এই টেস্ট করোনা আতঙ্কের কারণে বাতিল হয়ে গেল। কয়েকদিন আগে ভারতের হেড কোচ রবি শাস্ত্রী সহ বেশ কয়েকজন সহকারি কোচ করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরই বৃহস্পতিবার ভারতের আরেকজন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হন। আর তাদের সংস্পর্শেই ছিলেন রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানেরা।

   

যদিও ভারতীয় ক্রিকেটারদের সকলেরই করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে এই ম্যাচ আয়োজন করে কোন রকম বাড়তি ঝুঁকি নিতে চাইছে না দুই দেশের ক্রিকেট বোর্ড। আর সেই কারণেই বাতিল হয়ে গেল ম্যানচেস্টার টেস্ট।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের একাধিক সদস্য করোনা আক্রান্ত হওয়ায় বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই আমরা এই ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তবে এই ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় কি হবে সিরিজের ভাগ্য? ভারত এগিয়ে থাকার সত্ত্বেও কি সিরিজ ড্র ঘোষণা করা হবে নাকি ভারতকে জয়ী করা হবে? সেটা জানার জন্য আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে আমাদের।