6 bollywood actress who lost their partners life in early age

অল্প সময় কাটিয়েছেন জীবনসঙ্গীর সঙ্গে, কম বয়সেই ভালোবাসাকে হারিয়েছেন এই ৬ বলিউড অভিনেত্রী

নিউজশর্ট ডেস্কঃ Bollywood Actress Lost Their Partner’s Life In Early Age : ‘নারী-পুরুষ’ মিলেই পূর্ণ হয়েছে মানবসভ্যতা। সৃষ্টিকর্তা এভাবেই তৈরি করেছেন আমাদের। জীবনে চলার পথে প্রতিটি মানুষেরই একজন সঙ্গীর প্রয়োজন হয়। তবে বলিউড(Bollywood) ইন্ডাস্ট্রিতে এমন কিছু অভিনেত্রী আছেন যারা অল্প বয়সে সাফল্য তো পেয়েছেন কিন্তু হারিয়েছেন নিজেদের জীবনসঙ্গীকে(Life Partner)। যদিও তাদের জীবন থেমে থাকেনি কিন্তু কোথাও গিয়ে থমকে গেছেন তারা নিজেরাই। চলুন আজ এরকমই কিছু তারকার সাথে পরিচয় করাই যারা সাফল্যের শীর্ষে তো আছেন কিন্তু খুব অল্প বয়সে হারিয়েছেন নিজেদের মনের মানুষকে।

১. শেহনাজ গিল : রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’ এর মাধ্যমে খ্যাতির শীর্ষে পৌঁছে গেছেন এই অভিনেত্রী। মুক্তি পেয়েছে তার প্রথম বলিউড ছবি তাও আবার ভাইজানের সাথে। প্রসঙ্গত, শেহনাজ এবং প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রেম ছিল সর্বজনবিদিত। কিন্তু দূর্ভাগ্যের বিষয় এই যে, শেহনাজকে একা করে এই দুনিয়াকে বিদায় জানান অভিনেতা। তারপর থেকে এখনও পর্যন্ত সিঙ্গেলই রয়েছেন অভিনেত্রী।

২. রেখা : বলিউড ডিভা রেখা ১৯৯০ সালে দিল্লির শিল্পপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেন। কিন্তু তাদের বিয়ে খুব বেশিদিন টেকেনি। অভিনেত্রীর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া রেখা এবং বিগ-বি অমিতাভ বচ্চনের অপূর্ণ প্রেমগাথা তো সকলেই জানেন।

৩. কায়াকশান প্যাটেল : সুপরিচিত অভিনেত্রী কায়াকশান প্যাটেল ব্যবসায়ী আরিফ প্যাটেলকে বিয়ে করেছিলেন। আরহান এবং নুমাইর নামে দুটি সন্তানও ছিলো তাদের। সাল ২০১৮ তে কার্ডিয়াক অ্যাটাকে মারা যান আরিফ।

৪. বিজয়তা পণ্ডিত : অভিনেত্রী বিজয়তা পণ্ডিত ১৯৯০ সালে বলিউডের বিখ্যাত প্লেব্যাক গায়ক এবং সুরকার আদেশ শ্রীবাস্তবকে বিয়ে করেন। অন্বেশ শ্রীবাস্তব এবং অভিতেশ শ্রীবাস্তব নামে দুই পুত্র সন্তানও রয়েছে তার। ২০১৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন আদেশ শ্রীবাস্তব।

৫. লীনা চন্দভারকর : বলিউড অভিনেত্রী লীনা চন্দভারকর প্রবীণ অভিনেতা সুনীল দত্তের ছবি ‘মন কা মিত’ দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তবে লীনার একটি নয় মোট দুটি বিয়ে ছিলো। ১৯৭৫ সালে সিদ্ধার্থ বন্দোদকরকে প্রথম বিয়ে করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সিদ্ধার্থ বিয়ের কয়েকদিন পর নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এরপর ১৯৮০ সালে কিশোর কুমারকে বিয়ে করেন এবং তার ৭ বছর পর এই কিংবদন্তি তারকারও মৃত্যু হয়।

৬. শান্তিপ্রিয়া : সাল ১৯৯১ তে অক্ষয় কুমারের ছবি ‘সৌগন্ধ’-র হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ১৯৯৯ সালে অভিনেতা সিদ্ধার্থ রায়ের সাথে বিয়ে হয় তার। কিন্তু দাম্পত্য জীবনের মাত্র ৫ বছর কাটতে না কাটতেই ২০০৪ সালে এই পৃথিবীর মায়া ত্যাগ করেন সিদ্ধার্থ। যদিও তিনি সাময়িক ভেঙে পড়লেও আবার ঘুরে দাঁড়িয়েছিলেন নিজের কেরিয়ারে।

Papiya Paul

X