গ্রাহকদের জন্য পয়সা উসুল স্কিম, পোস্ট অফিসের এই স্কিমে যত বেশি টাকা রাখবেন তত বেশি মিলবে রিটার্ন

নিউজশর্ট ডেস্কঃ যেকোনো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক এবং পোস্ট অফিসের উপর মানুষের নির্ভরশীলতা সবসময় বেশি। ব্যাংক এবং পোস্ট অফিস দুটোই সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে নানা রকমের স্কিম নিয়ে আসে। ঠিক যেমন পোস্ট অফিসের(Post Office Scheme) স্মল সেভিংস স্কিম আপনার জন্য সবথেকে ভালো ইনভেসমেন্ট হতে পারে। এই স্কিমে টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি মোটা টাকা রিটার্নও মিলবে।

আপনি পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট(National Savings Certificate) স্কিমে টাকা জমাতে পারেন। বিশেষজ্ঞদের মতে হাতে টাকা পেলে সেই টাকা বিভিন্ন স্কিমে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। আর আপনি যদি পাঁচ বছরের জন্য কোন টাকা বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সবথেকে ভালো স্কিম। বর্তমানে এই স্কিমে পোস্ট অফিস ৭.৭০ শতাংশ সুদ দিচ্ছে।

ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভারতীয় ডাকঘরের অধীনে একটি সঞ্চয় প্রকল্প। যেটি কিনতে পারেন যে কোন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, শিশু এবং যেকোনো ট্রাস্ট। এছাড়া দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌথভাবে এই সার্টিফিকেট কিনতে পারেন। ভারতের যে কোন ডাকঘর থেকে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কিনতে পারবেন। এখানে আপনি বিনিয়োগ করলে সেকশন ৮০ সি অনুযায়ী আয়কর ছাড় পাবেন। এখানে নিশ্চিত রিটার্নের গ্যারান্টি রয়েছে।

আরও পড়ুন: একদিকে জমান টাকা, অন্যদিকে পান লোন, পোস্ট অফিস নিয়ে এসেছে জবরদস্ত স্কিম

এই সার্টিফিকেট স্কিমে আপনি এক লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। সেক্ষেত্রে কত টাকা সুদ মিলতে পারে সে বিষয়ে বিস্তারিত জানানো হলো।

১ লক্ষ টাকা বিনিয়োগ: আপনি এক লক্ষ টাকা জমা করে পাঁচ বছরে মোট ৪৪,৯০৩ টাকা সুদ পাবেন। অর্থাৎ ম্যাচিউরিটির পর আপনি টাকা পাবেন ১.৪৪ লক্ষ টাকা।
৩ লাখ টাকা বিনিয়োগ: এক্ষেত্রে পাঁচ বছরে আপনি মেয়াদ শেষে মোট টাকা পাবেন ৪.৩৪ লক্ষ টাকা।
২০ লাখ টাকা বিনিয়োগ: এক্ষেত্রে ৮.৯৮ লাখ টাকা সুদ মিলবে। এক্ষেত্রে মেয়াদ শেষে আপনি হাতে পাবেন ২৮.৯৮ লাখ টাকা।

Papiya Paul

X