বাংলায় এবার চালু লোকাল AC ট্রেন, মান্থলি ভাড়া কত? জানাল রেল

নিউজশর্ট ডেস্কঃ ভারতীয় রেলের(Indian Railways) পূর্ব রেল প্রথম বার লোকাল ট্রেনে(AC Local Train) প্রথম শ্রেণীর কোচ চালু করেছে। সোমবার একটি বিজ্ঞপ্তিতে এই বিষয়ে সমস্ত তথ্য জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদা থেকে রানাঘাটের ভাড়া কত হবে এই ট্রেনের সেটাও জানা গিয়েছে। মূলত অফিসগামী যাত্রী, গর্ভবতী রোগী এবং অসুস্থ মহিলাদের জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মহিলা যাত্রীদের মাতৃভূমি লেখা লোকালকে এই ট্রেনের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে।

আপাতত রানাঘাট থেকে শিয়ালদা আর শিয়ালদা থেকে রানাঘাট রুটে মাতৃভূমি লোকালেMatribhumi Local) পাইলট প্রজেক্ট হিসাবে এটিকে চালু করা হয়েছে। এখানে আগের কামরাগুলোর সঙ্গে একটি ফাস্ট ক্লাস কামরা জুড়ে দেওয়া হবে। এরপর এটার ফলে কেমন প্রভাব পড়ছে সেটা দেখে অন্যান্য রুটেও মাতৃভূমি লোকালে এই ফাস্ট ক্লাস কামরা চালু করা হবে।

ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন যে মাতৃভূমি এই লোকালে প্রথম শ্রেণীর কামরা যদি সফল হয় তাহলে অন্যান্য রুটগুলোতেও এই সুবিধা দেওয়া হবে। এবার প্রশ্ন হল প্রথম শ্রেণীর কামরায় কি সুবিধা থাকবে? এটি কেন অন্যান্য কামরা থেকে আলাদা হবে? রেল সূত্র মারফত জানা গিয়েছে, নিরাপত্তা থেকে আধুনিক ব্যবস্থা সমস্ত কিছু এখানে থাকবে। এর সাথে অন্যান্য কামরার থেকে প্রথম শ্রেণীর কামরাতে নরম গতিযুক্ত বসার আসন থাকবে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য দুর্দান্ত পরিষেবা নিয়ে এলো ভারতীয় রেল, এবার একবার টিকিট কেটে যাওয়া যাবে ৫৬ দিন

এখানে প্রথম শ্রেণীর কোচগুলোতে সিট হবে কুশনযুক্ত। এর সাথেই মেঝে লাল কার্পেট দিয়ে মোড়া থাকবে। বগীর ভেতরে দেওয়ালে নানা রকমের হাতে আঁকা ছবি থাকবে যা যাত্রীদের মনোরম ও আরামদায়ক এক সুন্দর সফরের অভিজ্ঞতা দেবে। শিয়ালদা-রানাঘাট সেকশনের মহিলা যাত্রীরা এই অভিনব উদ্যোগে যে ভীষণ খুশি হয়েছেন তা বলাই বাহুল্য।

indian railways has new rules for the passengers

রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য এটি একটি দুর্দান্ত পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কর্মরত মহিলাদের ক্ষেত্রে তাদের অফিস বা কর্মস্থলে যাওয়ার সময় আরো ভালো পরিষেবায় দেওয়া হচ্ছে। যেটা তাদের অফিসে বা কাজে যোগদানের সময় তাদেরকে পুরোপুরি উজ্জীবিত রাখবে।

আরও পড়ুন: যাত্রীদের সুরক্ষিতভাবে পৌঁছে দেন গন্তব্যে, কিভাবে মেলে লোকো পাইলটের চাকরি, বেতন কত?

চলুন তাহলে এই ট্রেনের মান্থলি ভাড়া কেমন হবে তা জেনে নেওয়া যাক।

শিয়ালদা-বিধাননগর-৩৪৫টাকা
শিয়ালদা-টিটাগর-৫৯৫
শিয়ালদা-নৈহাটি ৭৬৫
শিয়ালদা-কাঁচরাপাড়া-৯২৫
শিয়ালদা-কল্যাণী-৯২৫ 

এছাড়া এটি কখন কখন ছাড়বে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হলো:

বিকেল ৫ টা বেজে ৫৪ মিনিটে ছাড়ে শিয়ালদা- রানাঘাট মাতৃভূমি লেডিজ স্পেশাল লোকাল।
সকাল ৭ টা বেজে ৪৫ মিনিটের রানাঘাট- শিয়ালদা মাতৃভূমি লেডিজ স্পেশাল লোকাল

Papiya Paul

X