কম খরচে দেদার মজা, বছর শেষে বেড়িয়ে আসুন কালিম্পং-এর এই লোকেশনে, ভুলে যাবেন দীঘা-দার্জিলিং

নিউজশর্ট ডেস্কঃ ইতিমধ্যেই শীত পড়ে গিয়েছে রাজ্যের কিছু কিছু জেলাতে। কলকাতাতে এখন সেভাবে ঠান্ডা না পড়লেও উত্তরবঙ্গে জাকিয়ে শীত পড়তে শুরু করেছে। আরে এই শীত পড়া মানেই পর্যটকদের ভিড় জমে যায় পাহাড়ে। আপনিও যদি পাহাড়ে যেতে চান তাহলে দার্জিলিং(Darjeeling) এবং কালিম্পঙে(Kalimpong) ঘোরার(Travel) মতো প্রচুর সুন্দর জায়গা রয়েছে।

ঠিক তেমনি আপনি যদি নির্জন নিরিবিলিতে সময় কাটাতে চান তাহলে চলে যেতে পারেন এই পাহাড়ি এলাকার লোকেশনে। আজকের এই প্রতিবেদনের একটি অফবিট লোকেশনের(Offbeat Location) সন্ধান দিয়ে চলে এসেছি আমরা। এই জায়গাটিকে বলা হয় কালিম্পংর শিঞ্জি।

একেবারে নির্জন নিরিবিলি একটি পাহাড়ি এলাকা। যেখানে চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে উঁচু-নিচু পাহাড় আর রয়েছে সাদা চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা। পাহাড়ে এলে অনেকেই সূর্যোদয় দেখতে খুব ভালোবাসেন। তবে সূর্যোদয় ছাড়াও এখানে পাবেন অসাধারণ কাঞ্চঞ্জঙ্ঘায় সূর্যাস্ত। যা একবার দেখলে মনে লেগে থাকবে সারাজীবন।

আরও পড়ুন: ভুলে যান দীঘা-দার্জিলিং, বেড়িয়ে আসুন সিকিমের এই গ্রাম থেকে, পাবেন ঝাক্কাস ফিলিংস

এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য কোনদিনও ভুলতে পারবেন না। সাদা চাদরে মোড়া পাহাড়ে সূর্যের লাল আভা এক অন্য রকমের অনুভূতি নিয়ে আসবে আপনার মনে। এখানে এলে তিস্তার অপরূপ শোভাও দেখতে পারবেন। এর সাথে রয়েছে পাহাড়ের সৌন্দর্য। তাই আপনি চাইলে এখানে কয়েকটা দিন সময় কাটাতেই পারেন।

এখানে আসতে হলে প্রথমে আপনাকে ট্রেনে করে শিলিগুড়ি নামত হবে। এরপরে সেখান থেকে শেয়ার কার বা প্রাইভেট গাড়ি করে কালিম্পঙে আসতে হবেই। তারপর সেখান থেকে গাড়িতে চলে যেতে পারবেন সিঞ্জি। কালিম্পঙ থেকে সিঞ্জির দূরত্ব মাত্র ২ কিলোমিটার। এখানে থাকার জন্য বেশ কয়েকটা হোমস্টে আছে। তবে এখানে থাকতে হলে আগে থেকে বুকিং করতে। হবে

Papiya Paul

X