Papiya Paul

ভুলে যান দীঘা-দার্জিলিং, বেড়িয়ে আসুন সিকিমের এই গ্রাম থেকে, পাবেন ঝাক্কাস ফিলিংস

নিউজশর্ট ডেস্কঃ দার্জিলিং(Darjeeling) আর কালিম্পং(Kalimpong) ছাড়াও সিকিমের পাহাড়ি এলাকার অসাধারণ লোকেশনের জন্য বছরের প্রায় সবসময় পর্যটকদের ভিড় থাকে। তবে এই মুহূর্তে উত্তর সিকিমের(Sikkim) তুলনায় পশ্চিম সিকিমে মানুষের ভিড় বাড়ছে। কারণ এখান থেকে যেমন স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তেমনি এমন কিছু অফবিট লোকেশনের(Offbeat Location) সন্ধান রয়েছে পাওয়া যায় যা সত্যি মন জিতে নেয়।

   

এই পশ্চিম সিকিমেরই একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল রিনচেংপেং। একদম ছোট্ট পাহাড়ি গ্রাম। এই পাহাড়ি গ্রামের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। এই জায়গা থেকে আরো কিছুটা দূরত্বেই রয়েছে আরেকটি সুন্দর জায়গা, যেটির নাম ইয়াংসাম। এখানে একদিকে রয়েছে পাহাড় অন্যদিকে রয়েছে জঙ্গল। পাহাড়ি এলাকার মাঝে সবুজে ঘেরা জঙ্গল দেখে চোখ ধাঁধিয়ে যাবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই সুন্দর যে কখন দিন পেরিয়ে রাত হয়ে গিয়েছে তা বুঝতেই পারবেন না।

যেহেতু এখনো বহু মানুষ এই জায়গা সম্পর্কে জানেন না তাই পর্যটকদের ভিড় নেই। একেবারে নির্ঝঞ্ঝাট দূষণমুক্ত আবহাওয়া মিলবে এখানে। এই জায়গার বাজার এতটাই সুন্দর যে আপনাকে নতুন অভিজ্ঞতা এনে দেবে। এই পাহাড়ে প্রচুর জিনিস বিক্রি হয়। এই পাহাড়ের ছোট ছোট বাজারের উপর ভিত্তি করে গ্রামের বাসিন্দাদের জীবিকা নির্বাহ হয়। তাই এখানে ঘুরতে এলে অবশ্যই বাজারগুলো ঘুরে দেখবেন।

আরও পড়ুন: ঠিক যেন প্রকৃতির নিজের হাতে তৈরী জল রঙের অ্যালবাম! ঘুরে আসুন কলকাতার পাশের শহরের এই ৫ টি লোকেশনে

এখানে থাকার জন্য ছোট ছোট হোমস্টে রয়েছে। যেখানে থাকা ও খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে যেতে হলে আপনি ট্রেনে করে প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। এরপর সেখান থেকে গাড়ি বুক করে পৌঁছে যেতে পারবেন ইয়াংসাম। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রায় ১৩৪ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা।